1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বাংলাদেশের মেয়ে জারিন ফাইরোজ মুন ফেসবুকে চাকরি পেয়েছেন

  • Update Time : শনিবার, জুলাই ৩, ২০২১

বাংলাদেশের মেয়ে জারিন ফাইরোজ মুন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চাকরি পেয়েছেনমুনেরবাড়ি শেরপুর জেলা শহরের গৌরীপুর মহল্লায়। বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন মুন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে ভার্চুয়ালি অফিস করছেন। পরিস্থিতি স্বাভাবিক হলে নিউইয়র্কের অফিসেই বসবেন তিনি।

জারিন ফাইরোজ মুনের ফেসবুক আইডিতে গিয়ে দেখা যায়, ইন্ট্রোতে লেখা আছে, সিকিউরিটি ইঞ্জিনিয়ার ইন্টার্ন অ্যাট ফেসবুকমুন ২০০৮ সালে শেরপুরের দিশা প্রিপারেটরি অ্যান্ড হাই স্কুল থেকে এসএসসি পাস করেন। ২০১০ সালে শেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন তিনি। পরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন মুন

আরো খবর জানতেঃ  ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে নিরাপদ রাখবেন

জারিন ফাইরোজ মুনের ভাই ফাহাদ বিন সাঈদ পিয়াস বিষয়টি নিশ্চিত করে বলেন, বছরের শুরুর দিকে ফেসবুকের নিয়োগ কার্যক্রম শুরু হয়। এরপর মার্চের শুরুতে তিন ধাপে আপুর ইন্টারভিউ নেয় ফেসবুক। ইন্টারভিউয়ে সফল হওয়ার পরই ফেসবুক তার যোগদানের বিষয়ে বিস্তারিত জানায়

আরো খবর জানতেঃ ফেইসবুক আইডির প্রকৃত মালিক মারা গেলে তখন কী হবে?

বিশ্ববিদ্যালয়ে থাকা অবস্থায়ই মুন অনেক সাফল্য অর্জন করেন। তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক, বিশ্ববিদ্যালয় স্বর্ণপদকসহ নানা পদকে নিজেকে সমৃদ্ধ করেছেন। শুধু তা নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন শেষে সেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সুযোগও পেয়েছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রে পিএইচডির সুযোগ পেয়ে চলে আসেন। নিউইয়র্ক সিটির লং আইল্যান্ডের স্টোনি ব্রুক ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন তিনি

আরো খবর জানতেঃ ফেসবুকে রিয়েল ও ফেক অ্যাকাউন্ট চিনবেন কি করে?

উল্লেখ্য, মে মাসের শেষ দিকে প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং টিমে ইন্টার্ন হিসেবে যোগ দিয়েছেন তিনি তিন মাস পর তার নিয়োগ চূড়ান্ত হওয়ার কথা

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category