1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

ফেসবুকে রিয়েল ও ফেক অ্যাকাউন্ট চিনবেন কি করে?

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ২, ২০২০

Social Media ছাড়া এখন আর কেউ ভাবতেই পারে না ৷ দিনে সময় পেলেই Timeline এ অন্যদের Updates, নিজের ছবি এবং Status Post বা Messenger Ping করে বন্ধুদের সঙ্গে Chat করতে সবারই ভাল লাগে ৷ আবার Social Media তে Chat য়ে রয়েছে বেশ কিছু বিপদও ৷ কারণ অবশ্যই Fake profile .Facebook-Twitter রে রয়েছে অসংখ্য Fake profile ৷ তাতে আপনার Friend list থাকা বন্ধুর profile টি আসল না নকল ? সেটা বোঝাটাও একটা কঠিন বিষয় ৷ তবে বেশ কিছু উপায় রয়েছে, Fake profile বোঝার ৷ সেগুলো কী দেখে নিন একবার ৷

(ক) . Profile picture: বেশ কিছু ছবি আছে যা অনেক Fake ID তেই Profile picture হিসেবে ব্যবহার করা হয় ৷ সেগুলো একটু ভাল করে দেখলেই বোঝা সম্ভব ৷ সেসব ছবি যদি ব্যবহার হয়, তাহলে বুঝবেন ওই ID Fake  হওয়ার সম্ভাবনাই বেশি। আর কোনও Friend request Accept করার সময় দেখে নিন, সেই Profile লে খুব কম সংখ্যায় ছবি নেই তো ? অনেক সময় মাত্র একটা ছবিও থাকে অনেকে Profile ৷ সেসব ক্ষেত্রে ID-টি Fake হওয়ার সম্ভাবনাই বেশি ৷
(খ) Friend list: কারোর Friend list দেখাটা এখন সবক্ষেত্রে সম্ভব হয় না ৷ কারণ অনেকেই নিজের Friend list Public করে রাখেন না ৷ কিন্তু যদি থাকে , সেক্ষেত্রে দেখে নিন বন্ধুরা কারা ৷ কারোর সঙ্গে আপনার Mutual friend আছে কী না ৷ যদি আছে তাহলে সেই Mutual friend কেমন ব্যক্তি ৷ এমনকী, নতুন বন্ধু সম্পর্কে সেই Mutual friend কেও জিজ্ঞেস করে নিতে পারেন ৷ মেয়েদের ক্ষেত্রে তাদের Friend list এ যদি ৩-৪ হাজার বন্ধু থাকে ৷ তাহলেও সেটা অনেক সময় Fake হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অনেক পুরুষ মানুষই আবার রয়েছেন, যারা মেয়েদের নামে এবং ছবি দিয়ে এক বা একাধিক Fake Profile খুলে রাখেন ৷ কোনও অন্য মেয়ের Profile থেকে ছবি নিয়ে Fake Profile তৈরি করেও অনেকে Chat করেন ৷ বেশি সংখ্যায় মেয়েদের-কে Friend request ও আসে এই সমস্ত মেয়েদের ছবি এবং নাম দিয়ে তৈরি Fake Profile গুলিতে ৷

(গ).  Poisonous pic. : ID তে যদি কোনও কুরুচিকর বা Porn ছবি থাকে ৷ তাহলে সেই ID Fake হওয়ার সম্ভাবনাই প্রবল ৷ কারণ কোনও সুস্থ মস্তিষ্কের ব্যক্তিই চাইবেন না নিজের Profile লে এই ধরণের ছবি রাখতে ৷

(ঘ).  Page Like: আপনার সন্দেহের ID টি কী ধরনের Page-এ  Like দিয়েছে সেটা তার Recent activity টি দেখলেই স্পষ্ট হবে ৷ Fake ID -তে বেশ কিছু Adult site এর Page Like আপনি পাবেনই পাবেন ৷ এছাড়া দেখে নিন Profile Details. সেখানে ওই ব্যক্তির School-college এবং অন্যান্য সব Details খুঁটিয়ে দেখুন ৷ সঙ্গে দেখুন ছবির album গুলি ৷ তাহলেই Profile সম্পর্কে একটা ধারণা জন্মাবে আপনার ৷

(ঙ). Mobile numberদেওয়া আছে কী না: কোনও মেয়ের ID-তে যদি দেখা যায় তাতে এক বা একাধিক Mobile number দেওয়া আছে, তাহলে বুঝতে হবে ওই ID টা Fake. কারণ কোনও মহিলাই Face Book এ তার Number Public করে রাখেন না। দিলেও সেটা Only me করে রাখেন যাতে কেউ দেখতে না পারে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category