1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

মিশরে করোনা হাসপাতালে অগ্নিকান্ডে প্রাণ গেল অন্তত ৭ রোগীর।

  • Update Time : সোমবার, ডিসেম্বর ২৮, ২০২০

হাফিজুর সোয়েব, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি || মিশরের রাজধানী কায়রোর কাছেই গত শনিবার একটি করোনা হাসপাতালে আগুন লেগে প্রাণ হারাণ হাসপাতালে  চিকিৎসাধীন ৭ রোগী। এই দুর্ঘটনায় অগ্নিদগ্ধ হন আরও অনেকেই। স্থানীয় সময় সকাল ৯ টায় আল আমাল হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বৈদ্যতিক শর্ট সার্কিট থেকে ঘটনার সূত্র পাত বলতে জানিয়েছেন তদন্ত কমিটি। রোগীদেরকে সরিয়ে নেয়া হয়েছে পাশের একটি সরকারী হাসপাতালে এবং বর্তমান হাসপাতালটি সাময়িক বন্ধ রাখা হয়েছে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category