1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

চীনের তৈরি টিকা নিলেন এরদোগান।

  • Update Time : শুক্রবার, জানুয়ারি ১৫, ২০২১

বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২০ ইং তুরস্কের একটি হাসপাতালে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েফ এরদোগান চীনের তৈরি করোনা ভাইরাস এর প্ররথ ডোজ নিয়েছেন। টিকা গ্রহণের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এরদোগান বলেন, আমি টিকা নেওয়ার পর ভাল কিছু অনুভব করছি। আমি বিশ্বাস করি সব রাজনৈতিক নেতা, সংসদ উৎসাহ দেওয়ার টিকা গ্রহন করবেন। এবং এটাই হবে সঠিক সিদ্ধান্ত।

উল্লেখ্য : ৩০ লক্ষ ডোজ (করোনাভাইরাস) টিকার চালান ৩০ ডিসেম্বর ২০২০ ইং তুরস্ক এসে পৌঁছায়।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category