February 25, 2021, 10:49 am
বিপ পুরোপুরি তুর্কি প্রকৌশলীদের মাধ্যমে তৈরি একটি অ্যাপ। সে হিসেবে বিপকে মুসলমানদের অ্যাপ বলাই যায় কারন তুরস্কের ৯৯% মানুষ মুসলমান।
শোস্যাল মিডিয়ায় আরো একধাপ এগিয়ে গেলো মুসলিমরা Whatsapp, imo এর বিপরীতে তুর্কিরা নিয়ে এসেছে bip ম্যাসেজিংAPP। তুর্কি রাষ্ট্রপতি স্বয়ং এরদোগানও এই bip app ব্যবহার করছেন। এবং মুসলিম বিশ্বকে এই app ব্যবহারের আহ্বান জানিয়েছেন। এমনকি তিনি আরও বলেছেন, ইমুতে অশ্লীল বিজ্ঞাপন এবং ওয়াটসাপে নিরাপত্তাহীনতার কারণে বয়কট করার সময় হয়েছে। এই app মুসলমানদের সবধরনের তথ্য গোপন রাখবে। যেটা আমেরিকান app whatsapp এবং ইমু করতো না। মুসলিম হিসেবে সবাইকে তুর্কীর এই নিরাপদ এ্যাপটি ব্যবহার করার আহ্বান জানান তিনি।
bip App ডাউনলোড লিংক: https://play.google.com/store/apps/details?id=com.turkcell.bip&hl=en&gl=US