November 30, 2023, 4:42 am
গত ৩ ডিসেম্বর শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে স্বতন্ত্র মেয়র প্রার্থী আতাউর রহমান মাসুক ও ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোঃ মুখলিছুর রহমানের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার সাদেকুল ইসলাম।
স্বতন্ত্র প্রার্থীদের জন্য প্রযোজ্য ১০০ জন সমর্থনকারী ভোটারে মধ্যে ১জন সংশ্লিষ্ট পৌরসভার ভোটার না হওয়ায় আতাউর রহমান মাসুক এবং ঋণখেলাপীর কারণে মুখলিছুর রহমানের মনোনয়ন বাতিল করা হয়।
পরে বাতিল হওয়া ওই দুই জন তাদের প্রার্থীতা ফিরে পেতে জেলা প্রশাসক বরাবর আপিল করেন। সোমবার দুপুরে শুনানি শেষে ২ জনের আবেদন খারিজ করে দেন জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান।
এবিষয়ে মুখলিছুর রহমান জানান, তিনি প্রার্থীতা ফিরে পেতে উচ্চ আদালতে যাবেন।