1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শিল্প ও বাণিজ্য খাতে বাংলাদেশের যত অর্জন

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১, ২০২১

ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশে্বর নিকট-প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের ব্যবহার এবং দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা, বৃক্ষরোপণ, সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেবার মতো সাফল্য আছে বাংলাদেশের। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো কার্যক্রম অন্যতম।

শিল্প ও বাণিজ্য খাতে অর্জন:
♦ ২০১৮ সালে বাংলাদেশ মোট বিদেশি বিনিয়োগ লাভ করে ৩,৬১৩ মিলিয়ন মার্কিন ডলার। আর বিশ^ব্যাপী বিনিয়োগ করে ২৩ মিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশে বিনিয়োগকারি শীর্ষদেশ চীন। (বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯)
♦ ২০১৮ সালে বিনিয়োগপ্রাপ্তিতে বাংলাদেশের শীর্ষ খাত বিদ্যুৎ; বিনিয়োগের পরিমাণ ১০১.২ কোটি মার্কিন ডলার। (বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন ২০১৯)
♦ বাংলাদেশের রপ্তানি পণ্যের তালিকায় যোগ হয়েচে জাহাজ, ওষুধ এবং বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী।
♦ অর্থনৈতিক সমীক্ষা ২০১৮ অনুসারে ২০১৭ সালে বাংলাদেশের ওষুধ শিল্প ৩১৯৬.৩২ কোটি টাকার রপ্তানি আয় করে বহির্বিশে্ব সুনাম অর্জন করে।
♦ ২০১৬ সালে সর্বোচ্চ মান পেয়ে বিশ্ব সেরা কারখানার মর্যাদা লাভ করে- রেমি হোল্ডিংস লিমিটেড।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category