1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বুদ্ধিমানের শাস্তি

  • Update Time : শনিবার, এপ্রিল ২৩, ২০২২
প্রতিকি ছবি

নিজের বুদ্ধিমত্তা নিয়ে অনেকেই আত্মবিশ্বাসী নন। কেউ নিজেকে বোকা ভাবেন আবার কেউ চতুর ভেবে বেকামি করে বসে। আসলে মানুষ খুব কমই বুঝতে পারেন, যে সে কতটুকু বুদ্ধিমান। বিজ্ঞানীরা বিভিন্ন সমীক্ষা অনুসারে জানিয়েছেন বুদ্ধিমানদের বেশ কিছু লক্ষণ আছে। তাই এসব লক্ষণ আপনার মধ্যে থাকলে হতে পারেন আপনিও বুদ্ধিমান। কারণ বুদ্ধিমানদের চালচলন, কথাবার্তা ও দৃষ্টিভঙ্গি অন্যদের তুলনায় ভিন্ন হয়ে থাকে।

বুদ্ধিমান ও বুদ্ধিমানের শাস্তি কি একটা গল্পের মাধ্যমে জানি

একদিন গাধা বাঘকে বলল — ঘাসের রং নীল।

বাঘ উত্তর দিল — না, ঘাসের রং সবুজ।
কিছুক্ষনের মধ্যেই দু’জনের আলোচনা তুমুল তর্কে পরিণত হলে, তারা জঙ্গলের রাজা সিংহের কাছে বিচারের জন্য উপস্থিত হল।
রাজদরবারে সিংহের কাছে পৌঁছানোর আগেই গাধা ডাক ছাড়তে শুরু করে দিল —মহারাজ, আপনিই বলুন ঘাসের রং নীল কি না?
সিংহ উত্তর দিল — হ্যাঁ, ঘাসের রং নীল।”
গাধা তাড়াতাড়ি সিংহের কাছে পৌঁছালো এবং বলতে থাকল —বাঘ আমার কথা মানছে না, তর্ক করছে এবং আমাকে বিরক্ত করছে। ওকে শাস্তি দিন।
সিংহ তখন ঘোষণা করল — বাঘকে ৫ বছরের জন্য মৌন থাকার শাস্তি দেওয়া হল।
গাধা খুশিতে লাফাতে লাগল এবং বলতে বলতে চলে গেল — ঘাসের রং নীল, ঘাসের রং নীল।
বাঘ শাস্তি মেনে নিল, কিন্তু সিংহকে জিজ্ঞাসা করল — মহারাজ, আপনি আমায় শাস্তি দিলেন কেন যখন ঘাসের রং সত্যিই সবুজ।
সিংহ বলল — ঠিক, ঘাসের রং সবুজ।
বাঘ জিজ্ঞাসা করল —তাহলে আপনি আমায় শাস্তি দিলেন কেন?
সিংহ উত্তর দিল — তোমাকে শাস্তি দেওয়ার সাথে ঘাসের রং সবুজ না নীল, সেই প্রশ্নের কোনো সম্পর্ক নেই। তোমাকে শাস্তি দিয়েছি কারণ তোমার মত সাহসী, বুদ্ধিমান প্রাণী একটা গাধার সাথে তর্ক করে সময় নষ্ট করেছ এবং এইরকম একটা বাজে কারণে আমার কাছে এসে আমার সময় নষ্ট করেছ।

উপদেশ: মূর্খের সাথে তর্ক করে সময় ও শক্তির অপচয় করা উচিত না।

লিখা: মোহাম্মদ রুহুল্লাহ , জেলা শিক্ষা কর্মকর্তা, হবিগঞ্জ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category