1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

বমি কেন হয় এবং তার প্রতিকার কি?

  • Update Time : রবিবার, জানুয়ারি ১৭, ২০২১

বমি কোনো রোগ নয় এটি রোগের উপসর্গ মাত্র। অসংখ্য কারণে বমি হতে পারে। পেটের মাংশপেশী এবং ডায়াফ্রামের সংকোচনের ফলে যদি পাকস্থলির খাদ্যদ্রব্য মুখ দিয়ে বেরিয়ে আসে তাকে বমি নামে অভিহিত করা হয়। যেকোনো তীব্র সমস্যায় বমি হতে পারে। বমির ধরন, সময় এবং তার সঙ্গে সম্পৃক্ত লক্ষণসমূহ রোগ নির্ণয়ের জন্য গুরুত্বপূর্ণ। গর্ভাবস্থায়, মদ্যপান, অস্বস্তিও বমির কারণ হতে পারে। পাকস্থলীর মুখ বন্ধ হলে দিনে বা রাতে প্রচুর পরিমান খাদ্যসহ বমি হতে পারে। যে বমিতে পেটের ব্যথা উপসম হয় তার কারণ অনেক সময় পেপটিক আলসার। অনবরত বমি হয় কিন্তু শরীরের ওজন কমেনা এমন বমির কারণ সাধারনত মানসিক রোগ।

চিকিৎসা:   বমির চিকিৎসা তার কারণ অনুসারে করতে হবে।
১.বমি বন্ধ না হওয়া পর্যন্ত মুখে কোনো খাবার দেওয়া যাবে না।
২.বমি বন্ধ হওয়ার পর অল্প পরিমানে শুকনা খাবার বারবার দিতে হবে।
৩.যদি বমি অনেকদিন ধরে হয় এবং তীক্ষè হয় তবে কারণ অনুসারে চিকিৎসা করাতে হবে।
৪.সাধারনভাবে বমি হলে তার পানিশূণ্যতা পূরণ করতে হবে এবং ইলেকট্রলাইট এর অসমাতা পূরণ করতে হবে।
৫.বমি বিরোধী ঔষধ ব্যবহার করতে হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category