1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

নিজ হাতে অসহায় মানুষদের খাদ্য সহায়তা তুলে দিতে না পারায় কষ্টে আছি-এমপি আবু জাহির

  • Update Time : বুধবার, জুলাই ৭, ২০২১
সমগ্র বাংলা ডেস্কঃ করোনা সংক্রমণের শুরু থেকে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করেছেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আবু জাহির। সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন এলাকা ও গ্রামাঞ্চলে ছুটেছেন প্রতিদিন। সরকারী ত্রাণ বিতরণ ও আর্থিক সহায়তা দিয়ে করোনা ক্ষতিগ্রস্থদের পাশে দাড়িয়েছেন তিনি। তার সহায়তা পেয়ে উপকৃত হয়েছেন অনেক শ্রমজীবি ও খেটে খাওয়া সাধারণ মানুষ।
এবার সরকারী বিধিনিষেধের শুরুতেই ২য় বার করোনায় আক্রান্ত হয়ে পড়েছেন এমপি আবু জাহির। সস্ত্রীক করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ফলে চলমান লকডাউনে তার নির্বাচনী এলাকার সাধারণ মানুষকে নিজ হাতে সহায়তা করতে পারছেন না তিনি। গতকাল মঙ্গলবার রাত ১০ টায় এমপি আবু জাহিরের ব্যক্তিগত সামাাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) এমন একটি পোস্ট তুলে ধরেন,
ফেসবুক পোস্ট
২য় বার করোনায় আক্রান্ত হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে সস্ত্রীক চিকিৎসাধীন আছি৷ মহান আল্লাহর অশেষ মেহেরবানীতে আমরা উভয়ই এখন পর্যন্ত স্বাভাবিক আছি এবং তা আপনাদের দোয়ায় উন্নতির দিকে৷
করোনা সংক্রমণ ব্যাপকতার দিকে যাচ্ছে! আর তা নিয়ন্ত্রণের লক্ষ্যে দেশে কঠোর লকডাউন চলমান৷ অনিচ্ছাকৃত এই লকডাউনে দেশের সকল শ্রেণি পেশার মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ তাদের মধ্যে সবচেয়ে বেশী মানবেতর জীবন যাপন করছেন আমাদের খেটে খাওয়া মানুষজনেরা৷
বিগতদিনে প্রথমবার করোনায় আক্রান্ত হবার পূর্বে আমার নির্বাচনী এলাকায় ব্যাপক পরিমানে সরকারি সহায়তা নিজ হাতে প্রদান করেছি৷ কিন্তু এবার আমি শুরুতেই ২য় বার আক্রান্ত! যার ফলে নিজ হাতে অভাবী মানুষগুলোকে খাদ্য সহায়তা দিতে না পারার ব্যাথায় প্রতিদিন কষ্টে আছি৷
আমি ইতিমধ্যে আমার নির্বাচনী এলাকার দায়িত্বশীল কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছি যে, কর্মহারা মানুষগণকে সহায়তা প্রদান করার৷ সেইসাথে আর্থিকভাবে স্বচ্ছল দলীয় নেতা কর্মীসহ সমাজের সকল মানবিক ব্যাক্তিরা নিজ নিজ অবস্থানে থেকে তাদেরকে খাদ্য সহায়তা দেবার অনুরোধ করছি৷

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category