1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

খেলোয়ারদের হাত ধরে শিশুরাও কেন মাঠে নামে

  • Update Time : সোমবার, জানুয়ারি ১১, ২০২১
ছবি: গুগল, হলুদ গেঞ্জি পড়া প্লেয়ার অফ ইস্কটেরা

সমগ্র বাংলা ডেস্ক: খেলার শুরুতে যখন খেলোয়ারদের সাথে শিশু বা কিশোর মাঠে প্রবেশ করে, তখন আমরা অনেকেই মনে করি এই বাচ্চারা হয়তো খেলোয়াড়দের সন্তান।কিন্তু আমরা যখন দেখি অবিবাহিত খেলোয়াড়রাও খেলেন, তখন আমাদের পূর্বের ধারণাটি নিজের কাছেই ভুল প্রমাণিত হয়।

খেলোয়াড়দের সাথে এই কোমলতাটি শিশুদেরকে সর্বপ্রথম মাঠে প্রবেশ করতে দেখা গিয়েছিল ১৯৯৯সালে এফ এ কাপের ফাইনালে। শিশুদের অধিকার রক্ষায় জাতিসংঘের ইউনিসেফ নামে একটি সংস্থা রয়েছে। ইউনিসেফ নামক সংস্থাটির অবস্থান বিশ্বব্যাপী এবং তারা সুবিধা ও অধিকার বঞ্চিত শিশুদের জন্য কাজ করে যাচ্ছে। ২০০১সালে ইউনিসেফ শিশুদের জন্য হ্যাঁ বলুন প্রোগ্রামটি চালু করে। এর অংশ হিসাবে ফিফা ২০০১সালে ইউনিসেফের কার্যক্রমের সংহতি প্রকাশ করে প্লেয়ার অফ ইস্কট প্রথা চালু করে। ২০০২ সালে ফুটবল বিশ্বকাপে প্রথমবারের মত প্লেয়ার অফ ইস্কট প্রথা বাধ্যতামূলক করে ফিফা।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category