1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

করোনার টিকা পেতে নিবন্ধন করার নিয়ম

  • Update Time : শনিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২১

বিশ্বের বিভিন্ন দেশসহ আমাদের দেশেও শুরু হয়েছে করোনার টিকাদান।সারাদেশে ১ হাজার ৫ টি কেন্দ্রে শুরু হয়েছে এ টিকাদান কর্মসূচি।৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় মহাখালী স্বাস্থ্য ভবনে ভার্চুয়ালি টিকা কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

টিকার জন্য যেভাবে ওয়েব সাইটে নিবন্ধন করতে হবে:

বাংলাদেশে টিকা নেওয়ার পূর্বে অবশ্যই নিবন্ধন করতে হবে।নিবন্ধনের সুবিধার জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছে বাংলাদেশের কর্তৃপক্ষ। এর আগে নিবন্ধন বিষয়ক একটি অ্যাপ চালু হওয়ার কথা থাকলেও বর্তমানে সেটি আর কাজ করছে না। অ্যাপটি এখনো তাদের হাতে এসে পৌঁছায়নি বলে কাজ শুরু হয়নি বলে জানিয়েছেন, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক(এমআইএস) ডা. মিজানুর রহমান।

♦ ওয়েব সাইটে নিবন্ধন করতে হলে প্রথমে নিজের পেশার ধরন,পরিচয়পত্র নম্বর ও জন্ম তারিখ দিতে হবে।

♦ বাংলা ও ইংরেজি, উভয় ভাষায় তথ্য পূরণ করা যাবে। নিবন্ধন করতে হলে বয়স ন্যূনতম ১৮ বছর হতে হবে।

♦ নিবন্ধন করার সময় নাম, বয়স, পেশা, এনআইডি নম্বর এবং যে কেন্দ্রে টিকা নিতে আগ্রহী – সেই কেন্দ্র নির্ধারণ করে দিতে হবে।

♦ নিবন্ধনের জন্য কোন খরচ বা ফি দিতে হবেনা।

♦ একটি এনআইডি নম্বর থেকে একবারই নিবন্ধন করা যাবে। যেকোনো ব্যক্তি অনলাইনে নিজে নিজেই নিবন্ধন করতে পারবেন।

♦ নিবন্ধন সম্পন্ন হওয়ার পর একটি ভ্যাকসিন কার্ড আসবে। সেটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। টিকা নেয়ার সময় এই কার্ডটি দরকার হবে

ওয়েব সাইটে নিবন্ধন করতে না পারলে করণীয়:

নিবন্ধনের কাজ সহজ করতে কিছু পদক্ষেপের কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তার মধ্যে একটি হচ্ছে স্পট রেজিস্ট্রেশন বা টিকা কেন্দ্রে গিয়ে রেজিস্ট্রেশন।

ওয়েব সাইটে নিবন্ধন করা না থাকলেও সরাসরি টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করে তারপর টিকা নেয়া যাবে।

টিকা কেন্দ্রে গিয়ে নিবন্ধন করলে শুধু জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে গেলেই চলবে।

 

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category