1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

অমিক্রন ধরন মোকাবিলায় সূচনা পর্বে আছি ব্রিটিশ সংবাদমাধ্যম

  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২১, ২০২১

অমিক্রন ধরন শনাক্ত হওয়ার পর থেকে বিশ্বজুড়ে করোনা মহামারি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়।ইতিমধ্যে যুক্তরাজ্যে অমিক্রনে আক্রান্ত হয়ে বারজনের মৃত্যু হয়েছে। আবারও হুমকিতে পড়েছে স্বাস্থ্যব্যবস্থা।

এমন অবস্থায় যুক্তরাজ্য সরকার ১০ ডিসেম্বর শুক্রবার থেকে নতুন কোভিড বিধিনিষেধ কার্যকর করেছে। এ বিধিনিষেধের আওতায় জনগণকে সম্ভব হলে বাড়িতে বসে অফিস করতে বলা হয়েছে। পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানস্থল ও গণপরিবহনে বাধ্যতামূলকভাবে তাদের মাস্ক পরতে হবে। অমিক্রন ধরন নিয়ে নানা উদ্বেগ চলার মধ্যেই ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে একটি বিশ্লেষণ প্রকাশ করা হয়েছে।

গার্ডিয়ানের বিশ্লেষণে বলা হয়, করোনার অমিক্রন ধরনের তীব্রতা নিয়ে সামান্য হলেও আশাবাদী হওয়ার মতো কয়েকটি কারণ আছে। বিভিন্ন পরীক্ষাগারে পাওয়া তথ্য, দক্ষিণ আফ্রিকার পরিস্থিতি পর্যালোচনা ও ভাইরাস প্রতিরোধী বিভিন্ন ওষুধ নিয়ে আশাপ্রদ খবর মিলছে। তবে আশাবাদী হলেও সতর্ক থাকার বিকল্প দেখছেন না বিজ্ঞানীরা। তাঁরা বলেন, ‘করোনার অমিক্রন ধরন মোকাবিলায় একেবারে সূচনা পর্বে আছি আমরা।’

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category