November 29, 2023, 11:31 am
বিশ্বব্যাংক নিম্ন আয়ের দেশগুলোর জন্য ৯ হাজার ৩০০ কোটি ডলারের একটি সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। সংস্থাটির ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের (আইডিএ) আওতায় প্যাকেজটি পরিচালিত হবে।
করোনা অতিমারির সংকট থেকে বের হতে এবং আরও সবুজ, সহনশীল ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ নির্মাণে এই প্যাকেজ থেকে অর্থায়ন করা হবে।
গত শুক্রবার বিশ্বব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, সম্প্রতি এক ভার্চুয়াল বৈঠকে এই তহবিলের অনুমোদন দেওয়া হয়েছে। আইডিএর ৬১ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় আর্থিক সহায়তা। তবে দরিদ্র দেশগুলোতে অর্থায়নের ধরন অনুদান না ঋণ হবে- তা এখনও জানায়নি বিশ্বব্যাংক। এই তহবিলে ২ হাজার ৩৫০ কোটি ডলার দিচ্ছে উচ্চ ও মধ্যম আয়ের ৪৮টি দেশ। সংশ্নিষ্ট দেশগুলোর পুঁজিবাজার, বিশ্বব্যাংকের কিস্তি ও নিজস্ব তহবিল থেকে এ অর্থ পাওয়া যাবে।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, ‘এটি করোনা অতিমারির সংকট থেকে বের হতে দরিদ্র দেশগুলোকে সহায়তা করার গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা এবং বিশ্বের লাখ লাখ মানুষের জীবনমান উন্নয়নে আইডিএকে অখি ত ও দক্ষ প্ল্যাটফর্ম হিসেবে ভরসা করার জন্য অংশীদাররা আস্থা রাখায় আমরা কৃতজ্ঞ।’
বিশ্বব্যাংক বলছে, এই তহবিল থেকে বিশ্বের দরিদ্রতম ৭৪টি দেশে অর্থায়ন করা হবে, যার মূল উদ্দেশ্য হচ্ছে- করোনা অতিমারির প্রভাব থেকে পুনরুদ্ধার।
এছাড়া ভবিষ্যতের মহামারি, আর্থিক ধাক্কা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার প্রস্তুতিতে ব্যবহার করা হবে। তহবিলের ৭০ শতাংশ ব্যয় হবে আফ্রিকার দেশগুলোতে। বাকি ৩০ শতাংশ অর্থ পাবে বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশ।