1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

৮ম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসে চুনারুঘাটের দুইজন শিক্ষার্থী বিজয়ী

  • Update Time : রবিবার, জানুয়ারি ২, ২০২২

চুনারুঘাট প্রতিনিধিঃ ৮ম শিশু কিশোর বিজ্ঞান কংগ্রেসে চুনারুঘাটের দুইজন শিক্ষার্থী বিজয়ী। গত ২৭,২৮ তারিখ অনলাইনে আয়োজিত বিজ্ঞান কংগ্রেসে তারা অংশগ্রহণ করে ও দক্ষিণা চরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির দুইজন শিক্ষার্থী ঝুমি রানী পাল ও অন্বেষা ঘোষ, জাতীয় পর্যায়ে সেকেন্ডারি ক্যাটাগরিতে বৈজ্ঞানিক পোস্টারে বিজয় অর্জন করে।

চুনারুঘাট উপজেলার সেবা সংস্থা বিগত কিছুদিন পূর্বে আয়োজন করে কুদরাত-ই-খুদা সায়েন্স ক্যাম্প। ক্যাম্পে উপজেলার কয়েকটি স্কুলের শিক্ষার্থীদের বৈজ্ঞানিক গবেষণার নিয়ম কানুন ও বিজ্ঞান কংগ্রেসে অংশগ্রহণ সম্পর্কে ধারণা দেওয়া হয়। অতঃপর বিজ্ঞান কংগ্রেসে ৮জন শিক্ষার্থী অংশগ্রহণ করার জন্য নির্বাচিত হয় ।

তাদের এই অর্জনে সেবা কর্তৃপক্ষ ও অত্র বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ অত্যান্ত আনন্দিত হন এবং সেবা’র প্রতিষ্ঠাতা জনাব আব্দুল মোছাব্বির, তাদেরকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দিবেন বলে আশ্বাস দেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category