November 30, 2023, 4:51 am
শনিবার ২৩ জানুয়ারি ২০২১ ইং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সিংহের মাধ্যমে গৃহহীন ভূমিহীন এমন ৭০ হাজার পরিবারকে
পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০০তম জন্মশতবর্ষ উপলক্ষে ৪৯২ টি উপজেলায় ৭০ হাজার পাকা ঘরসহ বাড়ি হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিববর্ষ উপলক্ষে প্রায় ৯ লক্ষ ভূমিহীন গৃহহীন পরিবারকে পাকা ঘর উপহার দেওয়া হচ্ছে।
আজ ২৩ জানুয়ারি প্রথম পর্যায়ে ঘর পেল ৭০ হাজার পরিবার।
আগামীমাসে আরো ১ লাখ বাড়ি পাবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত উপলক্ষে মুজিববর্ষ পালন করছে সরকার। মুজিববর্ষ স্মরণীয় করে রাখতে ৮ লক্ষ ৮২ হাজার পরিবার কে ঘর দেওয়ার কর্মসূচি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,
আজ আমার কাছে অত্যন্ত আনন্দের দিন। প্রধানমন্ত্রী বলেন আমার বাবা সবসময় মানুষের কথাই ভাবতেন।
আমাদের পরিবার এর লোকদের চেয়ে তিনি অসহায় গরিবদুঃখীদের কথাই বেশি ভাবতেন।
গৃহহীন ভূমিহীন পরিবার কে ঘর দিতে পারছি এটি আমার কাছে সবচেয়ে বেশি আনন্দের।
দুই রুম বিশিষ্ট প্রতিটি ঘর তৈরি করতে খরচ হয়েছে ১ লাখ ৭১ হাজার টাকা। সাথে রয়েছে রান্নাঘর টয়লেট।
এবং টিউবওয়েল বিদ্যুৎ সংযুক্ত করা হয়েছে।
এবং ঘরের নাম দেওয়া হয়েছে স্বপ্ননীড়, শত নীড় এবং মুজিব ভিলেজ।
বাংলাদেশে মোট ৮ লক্ষ ৮৫ হাজারের বেশি ভূমিহীন গৃহহীন পরিবার রয়েছে সব পরিবার কে ঘর বানিয়ে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী।
এবং বলা হয়েছে যাদের জমি নেই তারা ২ শতাংশ জমি পাবে।
যাদের জমি রয়েছে তারা ঘর পাবে।