March 27, 2023, 4:44 pm
শায়েস্তগঞ্জ প্রতিনিধিঃ গোপন সংসাদের ভিত্তিতে বন্যপ্রাণী তক্ষকসহ গিয়াস উদ্দিন (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।
গিয়াস মাধবপুর উপজেলার রিয়াজনগর গ্রামের মৃত শাহজাহান মিয়া পুত্র। গ্রামের ধনাই মিয়ার মেয়েকে বিয়ে করে শ্বশুর বাড়িতেই বসবাস করছিল।
শায়েস্তাগঞ্জ থানার এসআই কাওসার আহমেদ তোরণ গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪ টার দিকে অলিপুর গ্রামে অভিযান চালান। গিয়াস উদ্দিনের শ্বশুর ধনাই মিয়ার বাড়িতে অভিযানে চালিয়ে গিয়াস উদ্দিনকে আটক করে পুলিশ।
এই সময় তার সঙ্গের সাথী ২/৩ জন পালিয়ে যায়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিনের দেয়া তথ্য অনুযায়ী একটি প্লাষ্টিকের বয়ামে রক্ষিত ১৩ ইঞ্চি লম্বা একটি হালকা সাদা-লাল ও ধুসর বর্ণের তক্ষক উদ্ধার করা হয়।