November 30, 2023, 5:18 am
দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস এ মৃত্যুর সংখ্যা ১৭ জন।
এ নিয়ে দেশে মোট মৃতের সংখ্যা ৮ হাজার ১১১ জন। নতুন শনাক্তের সংখ্যা ৩৬৩ জন৷ দেশে মোট এ পর্যন্ত শনাক্তের সংখ্যা ৫ লক্ষ ৩৪ হাজার ৭৭০ জন। এবং ২৪ ঘন্টায় সুস্থ হয় ৩৩৭ জন। মোট সুস্থের সংখ্যা ৪ লক্ষ ৭৯ হাজার ২৯৭ জন।
শনিবার ৩০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরে থেকে এ তথ্য জানানো হয়।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ১০ কোটি ২৬ লাখ ।
এবং মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২২ লাখ ১৬ হাজার। এখন পর্যন্ত বাংলাদেশ সহ বিশ্বের মোট ২১৮ দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে।
গতকাল শুক্রবার ২৯ জানুয়ারি ২০২১ দেশে ৪৫৪ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয় এবং মৃত্যু হয় ৭ জনের । যা গত আটমাসের মধ্যে সবচেয়ে কম। এর আগে ২০২০ সালের মে মাসে ৮ জনের মৃত্যু হয়েছিল।