1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

১২ বছরে জাপানে মুসলমানদের সংখ্যা ডাবল হয়ে দাড়িয়েছে।

  • Update Time : বুধবার, জানুয়ারি ২০, ২০২১

জাপানে প্রধান দুটি ধর্ম হলো শিন্তো ধর্ম এবং বৌদ্ধ ধর্ম। জাপান মুসলিম সংখ্যালঘুর দেশ হলেও ক্রমেই দেশটিতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

একটি জরিপ অনুযায়ী, ২০১০ সালে জাপানে মুসলিমদের সংখ্যা ছিল ১ লক্ষ ১০ হাজার। কিন্তু ২০১৯ এর শেষ দিকে জরিপ অনুযায়ী মুসলমানদের সংখ্যা ১ লক্ষ ২০ হাজার বেড়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ৩০ হাজার। এর মধ্যে অর্ধ লক্ষ মানুষ বিভিন্ন ধর্ম ছেড়ে ইসলাম ধর্মে প্রবেশ করেছে।

দেশটি তে মুসলিম বৃদ্ধি পাওয়ার সাথে সাথে মসজিদের সংখ্যাও বেড়ে যাচ্ছে। জাপানের রাজধানী টোকিতে জাপানের অন্যতম বিশিষ্ট একটি মসজিদ স্থাপনা করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে টোকিও জামে মসজিদ।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category