June 8, 2023, 10:59 am
১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা। সিন্ডিকেটের কারণে সিলিন্ডারপ্রতি ২০০-৩০০ টাকা বেড়েছিল। লাগাতার বৃদ্ধির পরে অবশেষে কমল রান্নার গ্যাসের দাম।
সরকারি পর্যায়ে এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৯১ টাকা (মুসকসহ) দাম নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আর বেসরকারি পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৯৭৫ টাকা (মুসকসহ) নির্ধারণ করা হয়েছে।
এছাড়া কমিশন প্রতি লিটার অটোগ্যাসের দাম প্রতি লিটার ৪৭ দশমিক ৯২ টাকা নির্ধারণ করেছে। সোমবার (১২/০৪/২০২১) বিইআরসি এক প্রেস ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত ঘোষণা করে।
এই দাম আজ থেকে কার্যকর হবে বলেও জানিয়েছে তারা। বাজারে মনিটরিং না থাকায় গ্যাসের দাম এভাবে দফায় দফায় বাড়ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
তাছাড়া বিশ্ববাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামে বড় ধরনের পতন ঘটেছে। এলপিজি তৈরি হয় প্রপেন ও বিউটেন নামের গ্যাসের মিশ্রণে। এই গ্যাস দুটির দাম এক মাসে কমে অর্ধেক হয়ে গেছে।
আমাদের অঞ্চলে এলপিজির দাম নির্ভর করে সৌদি আরামকো নামে পরিচিত সৌদি অ্যারাবিয়ান অয়েল কোম্পানির নির্ধারিত দামের ওপর। সৌদি আরামকো প্রতি মাসে এলজিপির একটি দাম ঘোষণা করে।