1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

হ্যালোইন উদযাপন করতে গিয়ে রক্তাক্ত দক্ষিণ কোরিয়ায়: নিহতদের মধ্যে ১৯ বিদেশি

  • Update Time : রবিবার, অক্টোবর ৩০, ২০২২

হ্যালোইন উদযাপন করতে গিয়ে রক্তাক্ত দক্ষিণ কোরিয়ায়। শনিবার রাতে রাজধানী সিউলের ইটাইওনে শহরে জমাগমে পদদলিতের ঘটনায় এখন পর্যন্ত দেড় শতাধিক মানুষ মারা গেছেন। নিহতদের মধ্যে ১৯ জন বিদেশি নাগরিক রয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

দমকল বাহিনীর প্রধান চই সুঙ-বিওম শনিবার জানান, পদদলিতের ঘটনায় নিহতদের মধ্যে ইরান, চীন, নরওয়ে, উজবেকিস্তানের নাগরিক রয়েছেন।

দ. কোরিয়ার নিউজ এজেন্সি ইয়নহাপকে তিনি আরও বলেন, হ্যালোইন উৎসবে অংশ নিতে এদিন ইটাইওনে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সেখানে কোনও গ্যাস লিকেজ অথবা অগ্নিকাণ্ডের কারণে মৃত্যুর ঘটনা ঘটেনি বলে ধারণা প্রাথমিকভাবে ধারণা করছেন তিনি। তবে পুরো বিষয়টি খতিয়ে বিস্তারিত জানানো হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category