1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

‘হাফ পাসের’ দাবিতে অবরোধ আশ্বাসে প্রত্যাহার

  • Update Time : সোমবার, নভেম্বর ২২, ২০২১

বাসে অর্ধেক ভাড়া বা হাফ পাস চালুর দাবিতে রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে সড়ক অবরোধ তুলে নিয়েছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

বেলা দুইটায় মোহাম্মদপুর শাখা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে আসেন। তিনি শিক্ষার্থীদের দাবি দুদিনের মধ্যে মানার আশ্বাস দেন। এ আশ্বাসে শিক্ষার্থী অবরোধ তুলে নেন। এরপর যান চলাচল শুরু হয়।

তবে ওষুধ কোম্পানির গাড়ি, অ্যাম্বুলেন্স ও রোগী বহনকারী গাড়ি চলাচল করতে দেওয়া হয়েছে।

আরো পড়ুনঃ

‘হাফ পাসের’ দাবিতে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category