March 31, 2023, 7:17 am
জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদকে দুটি মামলায় ৩৩ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাসবিরোধী আদালত। সেইসঙ্গে তার যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করার পাশাপাশি ৩ লাখ ৪০ হাজার রুপি জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে।
সন্ত্রাসে অর্থায়নের অভিযোগে দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্টের (সিটিডি) করা দুই মামলায় গতকাল শুক্রবার এই রায় দেওয়া হয় বলে পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে। খবরে বলা হয়, রায়ে হাফিজ যে মাদ্রাসা ও মসজিদ নির্মাণ করেছেন তাও দখলে নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
উল্লেখ্য, ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসবাদী হামলার ছক সাজিয়েছিলেন হাফিজ। ওই হামলায় ১৬৬ জনের প্রাণ গিয়েছিল।
সূত্র : ডন, এনডিটিভি