1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

হাতির আক্রমণে বৃদ্ধা নিহত ; আহত ৩

  • Update Time : বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ৪, ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি : বাশঁখালি উপজেলার পূর্ব বইলগাও নতুন পাড়ায় বইলগাও চা বাগানের পাহাড়ি এলাকায় হাতির আক্রমনে বইলগাও গ্রামের আনোয়ারা বেগম নিহত হয়েছেন।

নিহত ব্যক্তিকে উদ্ধার করতে গিয়ে হাতির আক্রমনে একই এলাকার লোকমান, আবু ছালেক, ও আবুল কাশেম আহত হয়েছেন।

৩ ফেব্রুয়ারী ২০২১ বুধবার সকাল ১১ ঘটিকার সময় এই ঘটনা ঘটেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, বুধবার সকালে ১০ ঘটিকার সময় নিহত ব্যক্তি পাহাড়ের লাকড়ির সন্ধানে গেলে হাতির আক্রমণে ঘটনাস্থলে তিনি মারা যান।
এই ঘটনা নিয়ে পুরো পাহাড়ি এলাকায় আতংক চল।
জানা যায়, পাহাড়ে হাতির খাবার কমে যাওয়ায় দিনে দুপুরে লোকালয় এ হাতি ডুকে যায় এবং মানুষদের আক্রমণ করে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category