November 30, 2023, 3:51 am
হাইব্রিড ধানের জনক প্রখ্যাত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কৃষিবিদ কৃষি বিজ্ঞানী ইউয়ান লংপিং (Yuan Longping) আর আমাদের মাঝে নেই (1930-2021) । চীনের ‘হাইব্রিড ধানের জনক’ ইউয়ান লংপিংয়ের ৯০ বছর বয়সে ২২শে মে-২০২১ শনিবার মৃত্যুবরণ করেন। ইউয়ান ১৯৩০ সালে বেইজিংয়ে জন্মগ্রহণ করেছিলেন।
তাঁর পৈতৃক বাড়ি জিয়াংসি প্রদেশে। কৃষি বিজ্ঞানী ইউয়ান লংপিং তার ছাত্রী দেং জে কে বিবাহ করেছিলেন। তাদের দুটি সন্তান, ইউয়ান ডিংগান এবং ইউয়ান ডিংজিয়াং রয়েছে।
দ্বিতীয় চীন-জাপানি যুদ্ধ এবং চীনা গৃহযুদ্ধের সময়, তিনি তাঁর পরিবারের সাথে চলে এসেছিলেন এবং হুনান, চংকিং, হানকাউ এবং নানজিং সহ অনেক জায়গায় স্কুলে পড়াশোনা করেছিলেন। ১৯৭০ এর দশকে প্রথম হাইব্রিড ধানের জাত উদ্ভাবন এবং দেশে খাদ্য সুরক্ষা নিশ্চিত করতে সহায়তা করার জন্য কৃষিবিদ ইউয়ান লংপিং সবচেয়ে বেশি পরিচিত ছিলেন।
২০১৪ সালে তিনি বলেছিলেন যে ধান নিয়ে গবেষকদের সাথে কাজ করছেন যা চীনকে তার কৃষিক্ষেত্র লক্ষ্য পূরণে সহায়তা করার জন্য জিনগতভাবে পরিবর্তন করা হয়েছিল।
বিশ্বের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করনে ইউয়ান লংপিংয়ের অবদান বিশ্ববাসী চিরদিন মনে রাখবে।