1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন।

  • Update Time : মঙ্গলবার, জুন ৭, ২০২২

মো: রফিক মিয়া: হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করেছে সেচ্ছাসেবী সংগঠন ‘ভলান্টিয়ার ফর বাংলাদেশ’।
মঙ্গলবার ১১ টায় শেখ হাসিনা মেডিকেল ভবনের তৃতীয় তলায় স্থাপিত ব্রেস্ট ফিডিং কর্ণারের উদ্বোধন করেন হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক কান্তি প্রিয় দাশ। এসময় আরও উপস্থিত ছিলেন ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর, সংগঠনের পাবলিক রিলেশন অফিসার সানজিদা আক্তার সুষমা, হিউম্যান রিসোর্স অফিসার সাইফুল ইসলাম উজ্জল, সদস্য আবু সাইদ, মোঃজুয়েল মিয়া, মাহিন চৌধুরী, আরিফ তালুকদার প্রমুখ।
এবিষয়ে ভিবিডি হবিগঞ্জের প্রেসিডেন্ট নাসির হোসাইন তানভীর জানান, ভলান্টিয়ার ফর বাংলাদেশ মুলত জাগো ফাউন্ডেশনের ইয়ুথ্য উইং হিসেবে দেশ ব্যাপী সেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে হবিগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ৩ টি ব্রেস্ট ফিডিং কর্ণার স্থাপন করা হয়েছে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category