1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

হবিগঞ্জে রাস্তা সংস্কার কাজে অনিয়মের অভিযোগে মানববন্ধন

  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৬, ২০২০

আবু নাসের মোহাম্মদ অলিউর রহমান: হবিগঞ্জে রাস্তার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ এনে কাজ বন্ধ রাখার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার সকালে পইল ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।
পইল ইউনিয়নের সুশিল সমাজের ব্যানারে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইউপি সদস্য মোঃ মর্তুজ আলী।
এ সময় বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বি আব্দুল হাই, হাজী মোঃ ইসমাইল, পইল গনিত ক্লাবের প্রতিনিধি চন্দন মনি পাল প্রমুখ।
বক্তারা বলেন, মাছুলিয়া থেকে মশাজান পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে।এছাড়াও দুইপাশে গাইড ওয়াল ও মাটি ভরাট না করেই কাজ চালিয়ে যাচ্ছে কতৃপক্ষ।
এসময় তারা প্রকল্পের স্কিম ও ম্যাপ জনসম্মুখে প্রদর্শন ও সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের দাবী জানান।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category