June 8, 2023, 9:28 am
হবিগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেটে অফস্পিনার দেখা যায় হরহামেশাই। বাহাতিঁ অফস্পিনার অহরহ দেখা গেলেও লেগস্পিনারের সংখ্যা নেই বললেই চলে। দেশের হয়ে লেগস্পিবার জুবায়ের লিখন মাঠে নেমেছিলেন। তবে দলে স্থায়ী হতে পারেনি তিনি।
বাংলাদেশের জাতীয় দলের লেগস্পিনার যারা মাঠে নেমেছেন কেউ স্থায়ী হতে পারেন নি ।
একজন লেগস্পিনারের অভাব বাংলাদেশ ক্রিকেট যতটা অনুভব করে তার থেকে বেশি অভাববোধ রয়েছে একজন চায়নাম্যান বোলারের।
তবে এই অভাব এইবার হয়ত ঘুচাবে হবিগঞ্জের চুনারুঘাটের আশরাফুল ইসলাম সাইমুম।
ব্যারিষ্টার সায়েদুল হক সুমন বলেন,
সাইমুম ইতিমধ্যে হবিগঞ্জের জেলা দলে সুযোগ পেয়েছে। এখন সিলেট বিভাগে যাবে৷
আমি বাংলাদেশের মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম সহ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সভাপতি নাজমুল হাসান পাপন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি এরকম প্রতিভাবান ছেলের দায়িত্ব নিলে ভবিষ্যতে আফগানিস্তানের রশিদ খানের চেয়েও অনেক বড় লেগস্পিনার হবে।
এবং তিনি আরোও বলেন, সাইমুম এর মধ্যে যে ট্যালেন্ট এটা হচ্ছে প্রাকৃতিক ট্যালেন্ট এবং প্রাকৃতিকগত ভাবেই সাইমুম এর মধ্যে এই ট্যালেন্ট টা আছে।
ব্যারিষ্টার সায়েদুল হক সুমন বলেন, একটা অসুস্থ ছেলেকে যদি বার্সেলোনার মেসি বানানো যায়। সাইমুম একটা সুস্থ ছেলে একে যদি একটু সহযোগিতা করা যায় তাহলে সাইমুম একদিন বাংলাদেশ ক্রিকেটের রাজত্ব করবে।
সাইমুম বলেন, আমার ক্রিকেট খেলার আগ্রহ অনেক আগ থেকেই, আমি টিভিতে রশিদ খানের বোলিং দেখে দেখে রশিদ খানের মত বোলিং করতে ট্রাই করতাম। কিন্তু হচ্ছিল না, বারবার চেষ্টা করতে করতে হঠাৎ হয়ে গেল এবং ভবিষ্যতে বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতে চাই।