April 1, 2023, 4:11 am
সমগ্র বাংলাঃ করোনা সংক্রমনের হার দিন দিন বেড়েই চলেছে। একটু অসচেতন হলেই এথেকে মুক্তি পাচ্ছে না কেউ। সারা বাংলাদেশের ন্যায় হবিগঞ্জ জেলাই করোনা সংক্রমের হার বৃদ্ধি পাচ্ছে।
এরই মধ্যে স্বামীসহ জেলা প্রশাসক ইশরাত জাহান-এমপি আবু জাহির ও তার সহধর্মীণি আলোয়া জাহির- বানিয়াচঙ্গের এসিল্যান্ড ইফফাত আরা জামান ঊর্মি ও নাট্যকার রুমা মোদক করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার তাদের করোনায় আক্রান্তের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এছাড়াও করোনাভাইরাসে আক্রান্ত হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহিরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্থানান্তর করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র নির্দেশে এমপি আবু জাহিরকে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির জন্য সংরক্ষিত ক্যাবিনে স্থানান্তরিত করা হয়।
করোনায় আক্রান্ত এমপি আবু জাহির’র স্ত্রী হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহিরকেও সেখানে ভর্তি করা হয়েছে।
এদিকে, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও তার স্বামী স্বাস্থ্য শিক্ষার অতিরিক্ত সচিব (পরিবার পরিকল্পনা বিভাগ) মো. শরিফুল ইসলামের করোনা শনাক্ত হওয়ায় বর্তমানে তারা জেলা প্রশাসকের সরকারি বাসভবনে হোম আইসোলেশনে রয়েছেন। এর আগে তিনি জানান, শনিবার সকালে জেলা প্রশাসক ইশরাত জাহান এবং তার স্বামী মো. শরিফুল ইসলাম হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নমুনা দেন। তাৎক্ষণিক অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে তাদের নমুনা পরিক্ষা করা হলে দুজনেরই করোনা পজেটিভ আসে। করোনায় আক্রান্ত বানিয়াচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি উপজেলা পরিষদ কোয়ার্টারের বাসায় অবস্থান থেকেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও বিশিষ্ট নাট্যকার ও সাহিত্যিক রুমা মোদক করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্র, হবিগঞ্জে নতুন আরও ২২ জনের শরিরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার সিলেট থেকে আসা প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করে। শনাক্তের হার ৩৭.৯ শতাংশ। হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মুখলেছুর রহমান উজ্জ্বল জানান, শনিবার সিলেট থেকে আসা রিপোর্ট অনুযায়ী ২২ জনের শরিরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ১৪ জন, বাহুবলের ৪ জন, নবীগঞ্জের ২ জন ও বানিয়াচংয়ের ২জন রয়েছেন। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রন্ত হয়েছেন ২ হাজার ৮৩৮ জন। সুস্থ্য হয়েছেন ২ হাজার ১১০ জন। এ ছাড়াও মৃত্যুবরণ করেছেন ১৯ জন।