January 17, 2021, 7:58 pm
হাফিজুর সোয়েব: ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ নূরপুরে গরু বোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী শ্যামলী পরিবহন বাসের সংঘর্ষ হয়। এতে আহত হন ট্রাক চালক সহ অন্তত ২০ জন। ট্রাকের পিছনে থাকা একটি মোটর সাইকেল ট্রাকে ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী ৩ জন গুরুতর আহত হন। ফায়ার সার্ভিস ও শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের প্রচেষ্টায় আহতদের উদ্বার করে দ্রুত হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শুক্রবার সন্ধা ৬টায় দূর্ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও আহত সবার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা ।