March 27, 2023, 5:43 pm
বাহুবল প্রতিনিধিঃ বাহুবলে প্রবাসী যুবক ফয়সল মিয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গত সোমবার বিকালে নিহতের বড় ভাই শাহ মিল্লাদ হোসেন বাদী হয়ে ৭ জনের নাম উল্লেখসহ ৪/৫ কে অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন।
গত রবিবার উপজেলার মিরেরপাড়া গ্রামের মৃত শাহ মুজাম্মিল হোসেন ময়না মিয়ার পুত্র প্রবাসী ফয়সল মিয়া (৩০) এর সাথে একই গ্রামের খুর্শেদ আলীর পুত্র মোতাহির মিয়া ও মোশাহিদ মিয়া গংদের সাথে বিরোধ চলে আসছে।
এ বিরোধের বিষয়টি আপোষ নিষ্পত্তির প্রেক্ষিতে রোববার অপরাহ্নে স্থানীয় মুরুব্বীগণ পুকুরের জায়গার সীম-সীমানা নির্ধারণের কাজ শুরু করেন। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে পুকুরের জায়গার সীমানায় খুঁটি গাঁথা অবস্থায় প্রবাসী ফয়সল মিয়াকে কুপিয়ে গুরুতর জখম করে প্রতিপক্ষের লোকজন। ঘটনার পরপর আহত ফয়সল মিয়াকে বাহুবল হাসপাতাল নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরে ঐ রাতেই পুটিজুরী তদন্ত কেন্দ্রের এসআই নাজমুল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ পুটিজুরী এলাকায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামী আফতাব উদ্দিনকে (৫০) গ্রেফতার করে। গ্রেফতারকৃত আফতাব উদ্দিন উপজেলার মিরেরাপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের পুত্র।
বাহুবল মডেল থানার পুলিশ পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃত আফতাব উদ্দিনকে মঙ্গলবার কোর্টের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এজাহারনামীয় অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রেখেছে।
উল্লেখ্য, নিহত ফয়সল মিয়া অনুমান একবছর আগে বিয়ে করেন। তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্তা।
আরো খবর পড়ুনঃ
হবিগঞ্জে অপহরণের ১০ দিন পর স্কুলছাত্রী উদ্ধার-আটক ১
গার্মেন্টসহ অন্যান্য কারখানা বন্ধ থাকবে মালিকেরা কথা দিয়েছেন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
আজমিরীগঞ্জে শারীরিক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ : যুবক আটক
শায়েস্তাগঞ্জের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আমির হোসেন আর নেই
ঈদের জামাত কখন কোথায় হবে এবিষয়ে সিদ্ধান্ত নিবে স্থানীয় প্রশাসন
রাজধানীর ভাটারায় অভিযানে জাল টাকা তৈরি চক্রের ২ সদস্য রিমান্ডে, ৩ জন কারাগারে