March 23, 2023, 4:42 pm
জাহাঙ্গীর মিয়া: ভয়াবহ বন্যার কবলে সিলেট ও সুনামগঞ্জের লাখ লাখ মানুষ। পানিবন্দি এসব মানুষের মাঝে খাবার ও সুপেয় পানির তীব্র সংকট। এমন অবস্থায় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে গণ-অধিকার পরিষদ।
তারা বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়ন এর বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আশ্রয়কেন্দ্র মোদাহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্নানঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বাড়ি বাড়ি গিয়ে প্রায় ১ হাজার বন্যার্তদের ত্রাণ বিতরণ করেন।
ত্রাণ বিতরণ এর সময় উপস্থিত ছিলেন..
এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান (যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ)
শাহাবদ্দিন শুভ (প্রেস সচিব কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ)
ডাঃ শাহ আজাদ আলী সুমন (যুগ্ম সদস্য সচিব কেন্দ্রীয় কমিটি গণ অধিকার পরিষদ)
আবুল হোসেন জীবন (সদস্য কেন্দ্রীয় কমিটি ও সিলেট বিভাগের সমন্বয়ক গণ অধিকার পরিষদ)
মাহবুবুর রহমান (সাধারণ সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখা)
মোঃ তোফায়েল আহমেদ ইকবাল (যুগ্ম সাধারণ সম্পাদকবাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ হবিগঞ্জ জেলা শাখা)
এছাড়াও উপস্তিত ছিলেন জেলার সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্ধরা। তারা বলেন এখানে কারো সমালোচনা করার জন্য আমরা এখানে আসি নাই। আমরা গণ-অধিকার পরিষদ এর পক্ষ থেকে ড. রেজা কিবরিয়া এবং সাবেক ডাকসুর ভিপি নুরুল হক নুর এর নির্দেশে আপনাদের পাশে দাড়ানোর উদ্দেশ্যে এসেছি”।
পরে উপস্থিত সকল নেতাকর্মীরা বন্যার্তদের পাশে দাড়ানোর জন্য দেশবাসীকে আহ্বান জানান।