1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

হবিগঞ্জের খতমে নবুয়্যাত সম্মেলনে যোগ দেবেন মামুনুল হক

  • Update Time : সোমবার, মার্চ ১৫, ২০২১

হবিগঞ্জ প্রতিনিধি: আগামীকাল মঙ্গলবার হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বানিয়াচং সরকারি এল আর উচ্চ বিদ্যালয় মাঠে খতমে নবুয়্যাত সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।

বানিয়াচং খতমে নবুয়্যাত সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শায়েখ মুখলিসুর রহমান মামুনুল হকের উপস্থিত থাকার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সম্মেলনকে সফল ও সার্থক করতে আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, শাইখুল হাদিস আব্দুর রব ইউসুফি, শাইখুল হাদিস তাফহীমুল হকসহ দেশের বিশিষ্ট উলামায়ে কেরামগনের  উপস্থিত থাকার কথা রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার সকাল ১০ ঘটিকার সময় বানিয়াচং উপজেলার খতমে নবুয়্যাত সম্মেলন অনুষ্ঠিত হবে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category