November 30, 2023, 4:36 am
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন স্থাপত্য অধিদপ্তরের নবম গ্রেডের সহকারী স্থপতি ও দশম গ্রেডের উপসহকারী স্থপতি পদের মৌখিক পরীক্ষার সূচি ও কেন্দ্রের নাম প্রকাশ করা হয়েছে। পিএসসির ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থাপত্য অধিদপ্তরের সহকারী স্থপতি পদের মৌখিক পরীক্ষা ২৯ ও ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পদে মোট পরীক্ষার্থী ১২৯। এ ছাড়া উপ-সহকারী স্থপতি পদে সাময়িকভাবে যোগ্য প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। এ পদে পরীক্ষার্থীর সংখ্যা ২৪।
সব পরীক্ষা শুরু হবে সকাল ১০টা থেকে। বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকায় এ পরীক্ষা নেওয়া হবে।
মৌখিক পরীক্ষার জন্য নতুন করে প্রবেশপত্র দেওয়া হবে না। আগের প্রবেশপত্র হারিয়ে গেলে বা নষ্ট হলে এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার্থীদের অবশ্যই কোভিড-১৯–সংক্রান্ত স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং মাস্ক পরে আসতে হবে।
মৌখিক পরীক্ষাসংক্রান্ত আরও বিস্তারিত তথ্য কর্ম কমিশনের ওয়েবসাইট এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে পাওয়া যাবে।