1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

সেবার সাধরণ পাঠাগারে বই পড়া প্রতিযোগিতা

  • Update Time : সোমবার, মার্চ ১, ২০২১

মোঃ মাহফুজুর রহমানঃ মানব জীবনের শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে বই। যার সাথে অন্য কোনো কিছুর তুলনা হতে পারেনা। আমরা অনেকেই জানি যে, আজ যারা সফল হয়েছেন তারা কতটা বই পড়েছেন। বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞাণ বৃদ্ধি পায়। বই-ই পারে একজন মানুষকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলতে। আর বর্তমান সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় অধিকাংশ শিক্ষার্থীরা বই পড়ায় অনেক পিছিয়ে রয়েছে। শিক্ষার্থীদের বই পড়ায় আগ্রহী করে তোলার জন্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার মিরাশী গ্রামে অবস্থিত সেবা সাধারণ পাঠাগারে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করে বই পড়া প্রতিযোগিতা। অংশগ্রহণ করে ইকরা উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীরা।

বইপড়া প্রতিযোগিতা শেষে শিক্ষার্থীরা বলে, করোনার কারণে প্রতিষ্ঠান বন্দ থাকায় অনেক দিন আমরা বই থেকে দূরে ছিলাম। শুধু  অনলাইনের মাধ্যমে ক্লাস করতাম। আজকে ভালো লাগছে এখানে স্বাস্থ্যবিধি মেনে বইপড়ায় অংশগ্রহন করেতে পেরেছি বলে। আয়োজক কর্মী বলেন, শিখবে প্রতিটি শিশু। এর ধারাবাহিকতায় আমরা সরকারের সহযোগি হিসেবে কাজ করে যাচ্ছি। তিনি আরো বলেন সঠিক মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলার জন্য বই পড়ার প্রয়োজনীতা অপরিসীম।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category