November 30, 2023, 3:56 am
জাহাঙ্গীর মিয়া: চট্টগ্রাম থেকে সিলেট পানি বন্দি মানুষদের জন্য শুকনা খাবার নিয়ে যাওয়ার পথে নবীগঞ্জ উপজেলার বড়চর বাজারে ভোর ৫ টায় এক মর্মান্তিক দূর্ঘটনা ঘটেছে।
বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল হওয়ার কারনে ট্রাকটি স্লিপিং করে উল্টে যায়।গাড়ির সাথে ট্রাকের মালিক থাকার কারনে মালিক সহ ড্রাইভার আহত হয়।মালিক এবং ড্রাইভার দুইজনই হাতে এবং নাকে ব্যাথা পান।তারপর এলাকাবাসী গিয়ে তাদেরকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন এবং
বর্তমানে গাড়িটি উদ্ধার করা হয়েছে।