February 9, 2023, 10:13 am
বৃহস্পতিবার ১৪ জানুয়ারি ২০২০ ইং ইস্তানবুল ভিত্তিক ত্রাণ সংস্থা হিউম্যানটেরিয়ান রিলিফ ফাউন্ডেশনের মিডিয়া ম্যানেজার সেলিম তসুন আনাদুলো এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, সিরিয়া মুসলিম গণহত্যা খলনায়ক স্বৈরশাসক বাশার আল আসাদের অত্যাচার নিপীড়নে বাড়ি-ঘর হারা দেশটির মুসলিমদের জন্য ২০২০ সালে মোট ১৪ হাজার বাড়ি তৈরি করেছে তুরস্ক ত্রাণ সংস্থা।
সেলিম তসুন জানান, আরো ৬ হাজার বাড়ি তৈরি হচ্ছে। এবং নির্মিত বাড়িগুলো বসবাসের জন্য হস্তান্তর করা হয়েছে।