January 24, 2023, 9:35 am
সিরাজগঞ্জ প্রতিনিধি : ৭ ফেব্রুয়ারী রবিবার বেলা ১২ টার দিকে সিরাজগঞ্জ কড্ডা আঞ্চলিক সড়কে ট্রাক ও বাসের চাপায় পুত্র কন্যাসহ এক স্কুল শিক্ষিকার মৃত্যু হয়েছে।
সিরাজগঞ্জ শহরের ফজলুল হল সড়কের কালাচঁান মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রুনী খাতুন (৩০) স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
ওনার ছেলে অদি (১২) ও মেয়ে সায়েবা (৬)।
এ ঘটনায় অটোরিক্সা চালক চান মিয়া (২৫) গুরত্বর আহত হয়েছেন।
স্থানীয় কাউন্সিলর আরজু জানান, নিহত রুনী চশমা মেরামতের জন্য ছেলে ও এক মেয়েকে নিয়ে অটোরিক্সা যোগে শহরে যাচ্ছিলেন।
এসময় কালাচাঁন মোড়ে পৌঁছালে একটি ট্রাক বাসটিকে ওভারটেক করছিল এসময় বাসটি অটোরিক্সা কে চাপা দিলে অটোরিকশা ট্রাকের মুখোমুখি হয়ে দুমড়ে মুচড়ে যায়।
এতে ঘটনাস্থলেই সন্তান সহ রুনী মারা যায়।
গুরুতর আহত হওয়া চালক চান মিয়া (২৫) ও সায়েবা (৬) দুইজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক সায়েবা কে মৃত ঘোষণা করেন।