1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

সারের ডিলার ও বিক্রয়ের লাইসেন্স প্রাপ্তির আবেদনের নমুনা

  • Update Time : মঙ্গলবার, আগস্ট ৪, ২০২০

সার, কীটনাশক ইত্যাদির ডিলারশিপ একটি অত্যন্ত লাভজনক ব্যবসা হতে পারে। আপনার এলাকায় যদি এই সমস্ত পণ্যের চাহিদা থাকে তাহলে এই ব্যবসার কথা ভেবে দেখুন। অবশ্যই শহরাঞ্চলে এই ব্যবসার কোনও ভবিষ্যত্ নেই কিন্তু গ্রাম বা শহরতলির দিকে এই ব্যবসা থেকে উপার্জন সম্ভব। 

অনলাইন আবেদনের সময় সতর্কতার সাথে ফরম পূরণের প্রতিটি ধাপ সম্পন্ন করুন এবং প্রেরণ বাটনে ক্লিক করার পূর্বে ভালো করে যাচাই করে নিন। অসতর্কতার জন্য কোন ভুল অথবা অসম্পূর্ণ আবেদন গ্রহণযোগ্য হবে না। একটি ধাপে প্রয়োজনীয় তথ্য পূরণ করে পরবর্তী ধাপে প্রবেশ করুন। পরবর্তী ধাপে প্রবেশের সাথে সাথে পূর্ববর্তী ধাপের পূরণকৃত তথ্যসমূহ স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে সংরক্ষিত হয়ে যাবে।

অনলাইনে আবেদনের লিংক (এখানে ক্লিক করুন)

বরাবর,

পরিচালক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
খামারবাড়ি, ঢাকা-১২১৫।

দৃষ্টি আকর্ষণঃ- উপ-পরিচালক (সার ব্যবস্থাপনা), সরেজমিন উইং, ডিএই, ঢাকা-১২১৫।

বিষয়:

সার সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন এবং বিক্রয় (পরিবেশক) নিবন্ধনের অনুমতি প্রাপ্তির আবেদন।

জনাব,

সবিনয় বিনীত নিবেদন এই যে, আমি নিম্নস্বাক্ষরকারী সার সংরক্ষণ, বিতরণ, বিপণন, পরিবহন এবং বিক্রয় (পরিবেশক) নিবন্ধনের অনুমতি প্রাপ্তির জন্য আবেদন করছি। এতদ্‌সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যসহ কাগজপত্রসমূহ আপনার সদয় বিবেচনার জন্য উপস্থাপন করলাম।

তফসিল-২

“ফরম – ৩”

[বিধি ৪(১) দ্রষ্টব্য]

০১। আবেদনকারীর নাম:সমগ্র সরকার

০২। জাতীয় পরিচয়পত্র নম্বর:9730468625

০৩। মোবাইল নম্বর: 01712441641 পিতা  

০৪। ইমেইল: info@samagrabangla.com

০৫। মাতার নাম: প্রিয় জননী

০৬।  পিতার  নাম: জনয়িতা

০৭। স্থায়ী ঠিকানা: সমগ্র বাংলা

জেলা: ঢাকা

১। আবেদন ফরমের লাল তারকা চিহ্নিত ঘরগুলো অবশ্যই পূরণ করুন। অন্যান্য ঘরগুলো পুরণ ঐচ্ছিক।

২। আবেদনের সময় যদি পেমেন্ট/ অর্থ পরিশোধের বিষয় থাকে তাহলে মোবাইল ব্যাংকিং বা ই-চালানের মাধ্যমে পরিশোধ করুন।

৩। আবেদন ফরমে ছবি (প্রযোজ্য হলে) ও স্বাক্ষর আপলোড করুন এবং যে সব কাগজপত্র আবেদনের সাথে দাখিল করা প্রয়োজন (সাইজ নির্দিষ্ট করে দেয়া হয়েছে ) সেগুলো “সংযুক্ত” অপশনে ক্লিক করে আপলোড করুন।

৪। “অফিস বাছাই করুন” অপশন হতে আবেদনটি যে অফিসে পাঠাতে চান সেই অফিস নির্বাচন করুন।

৫। এরপর ‘প্রেরণ’ বাটনে ক্লিক করুন। “আপনার আবেদনটি সফলভাবে প্রেরণ করা হয়েছে” মর্মে একটি বার্তা আসবে।

৬। আবেদন প্রেরণের পর আপনি একটি প্রাপ্তি স্বীকারপত্র পাবেন। এটি সংরক্ষণ করুন। পরবর্তীতে “আবেদনের সর্বশেষ অবস্থা” বাটনে ক্লিক করে এই নম্বরটি দিয়ে সর্বশেষ অগ্রগতি জানতে পারবেন।

৭। আপনি আবেদন প্রেরণ না করা পর্যন্ত আপনার সিস্টেমে তা খসড়া হিসেবে সংরক্ষিত থাকবে। পরবর্তীতে তা আপনি প্রেরণ করতে পারবেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category