1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

সমগ্র বাংলার পাঠক বন্ধুদের জন্য আজকের কবিতা

  • Update Time : বৃহস্পতিবার, জুলাই ৯, ২০২০

ছাত্র

আমি প্রকৃতির ছাত্র,

শিক্ষা নিই যত্রতত্র।

আমি সমাজের ছাত্র,

মানবতা আমার মূলমন্ত্র।

আমি পরিবারের ছাত্র,

মা-বাবাকে ভালোবাসতে আসক্ত।

আমি প্রতিষ্ঠানের ছাত্র,

সংবিধান আমার শাসনদণ্ড।

আমি সংগঠনের ছাত্র,

পরমত সহিষ্ণুতায় আয়ত্ত।

আমি আলেমের ছাত্র,

এলিম অর্জনে হই ভিক্ষালব্ধ।

আমি উস্তাদের ছাত্র,

জ্ঞানী-গুণীদের ভক্ত।

আমি বন্ধুদের ছাত্র,

সৎ উপদেশ নিতে প্রতিজ্ঞাবদ্ধ।

আমি ছাত্রের ছাত্র,

এ শিক্ষায় পাই আত্মতৃপ্ত।

আমি বিশ্বজুড়ে সবারি ছাত্র,

অর্জিত শিক্ষা স্মৃতির পাতায় লিখে রাখতে অভ্যস্ত।

করোনার শিক্ষা

বিশ্ব আজ নিস্তব্ধ,

প্রমাণিত হল এক আল্লাহর প্রভুত্ব।

পরাশক্তি রাষ্ট্রসহ সবি করেছে হাহাকার,

আশা সবার উপরের দিকে এক আল্লাহ যিনি নিরাকার।

পাপ-পুঙ্কিলতা আনে নরকীয় যন্ত্রণা-এটা সবারই জানা,

হয়তোবা এ থেকে উদ্ভব এই মহামারি করোনা।

প্রশ্ন সবার কেন এই বিপদ আসন্ন —

মানবতা আজ বিপন্ন, অসহায়দের মুখে তুলে দাও অন্ন।

মজলুমদের উপর নিপীড়ন বন্ধ কর-

সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাঁধা প্রদান কর-

আল্লাহ ও রাসুলের উপর পূর্ণ আস্থা রাখ-

সচেতন -সুনাগরিক হিসেবে জীবন গড়।।

এই হল করোনার শিক্ষা ;

জ্ঞানী-গুণীদের কাছ থেকে নিতে হবে আরও দীক্ষা।

লেখকঃ কে. এম. রায়হান খান

অর্নাস (৩য় বর্ষ) পদার্থ বিজ্ঞান

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category