March 27, 2023, 5:45 pm
বিজ্ঞান
কে.এম.রায়হান খান
অনার্স ৩য় বর্ষ (পদার্থ বিজ্ঞান বিভাগ)
বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ
অজানাকে জানো
অচেনাকে চেনো,
অদেখাকে দেখো
অন্ধকারেই রয়েছে আলো।।
অনুসন্ধান করো
অনুধাবণ করো,
গবেষণা করো
ধীরে ধীরে হবে তুমি বিজ্ঞ।।
অনুসরণ করো
হাতে কলমে কাজ করো,
৩০% এর কম নকল করো
এবার একটু মুক্ত চিন্তা করো।।
ওহে পিপাসু,ফলাফল নিয়ে কি তুমি সন্দিহান?
তোমার মাঝে প্রস্ফূটিত হয়ে গেছে বিজ্ঞান।।
আরো কবিতা পড়ুনঃ