1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

সমগ্র বাংলার পাঠক বন্ধুদের জন্য কবিতাঃ নাম পড়া আর ঘুম

  • Update Time : শুক্রবার, জুলাই ৯, ২০২১
লেখকঃ কে. এম. রায়হান খান

পড়া আর ঘুম

কে.এম.রায়হান খান

অনার্স ৩য় বর্ষ (পদার্থ বিজ্ঞান বিভাগ)

বৃন্দাবন সরকারি কলেজ, হবিগঞ্জ

যখনি পড়িতে বসে মন

ঘুম এসে বলে পড়ার সময় নি এহন?

উদাসীন মন, নড়বড়ে চঞ্চল ;

ঘুমের ব্যজন।

প্রখর নেত্র নিমিষেই ক্ষুদ্র ;

বলপেন হস্ত সবি একি গুরুর ভক্ত।

সিন্ধুঘোটকদন্তু আর রাঙা চঞ্চু ঘুমের সহিষ্ণু ;

হেড-নেক আর শ্রবণেন্দ্রিয় ঘুমেই তারা সন্তুষ্ট।

বপুর যত অঙ্গ-প্রত্যঙ্গ

ঘুমের সাথে সবি ঐকমত্য ;

শক্তিধর ঘুমের দিব্য

সহ্য করবে না কারও দুঃখ-কষ্ট।

অনাশ্রিত পড়া দেয়ালে পিঠ ঠেকে অবহেলিত সুরে দুটি কথাই বলে;

“কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনে সুখ লাভ হয় কি মহীতে”

 

আরো কবিতা পড়তে নিচের লিংকে ক্লিক করুনঃ

সমগ্র বাংলার পাঠক বন্ধুদের জন্য আজকের কবিতা

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category