1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :
Title :
পসবিদের ২১২৯২০৭৭ টাকা কার পকেটে? প্রধান নিবার্হীর স্বাক্ষরীত কালেকশন সিটে প্রাপ্তী স্বীকার শায়েস্তাগঞ্জ Rapid ICT কম্পিউটার ট্রেনিং সেন্টারের পুরস্কার বিতরনী অনুষ্ঠান। সাধুহাটি পাকা রাস্তার উদ্বোধন করেছেন নেছার আহমদ এমপি মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন সামাজিক সংগঠনের পক্ষ থেকে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ক্যাম্পেইনের আয়োজন। চীন ও ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর বিরল ফোনালাপ মোবাইল ডাটার মেয়াদ বেঁধে দিয়ে স্মার্ট বাংলাদেশ সম্ভব নয়: মোস্তাফা জব্বার মস্কোতে মিলিত হচ্ছেন পুতিন-শি জিনপিং অচিরেই ফেরত আসছে বাংলাদেশ ব্যাংকের চুরি যাওয়া রিজার্ভ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস

সকল চাকরির পরিক্ষার জন্য MCQ (বাংলা সাহিত্য)

  • Update Time : সোমবার, জানুয়ারি ২৫, ২০২১

• চর্যাপদে কোন ধর্মমতের কথা আছে- বৌদ্ধধর্ম

• উল্লিখিতদের মধ্যে কে প্রাচীন যুগের কবি নন-  রমনীপাদ

• ‘সান্ধ্যভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত- চর্যাপদ 

• বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি- দশম থেকে চতুদর্শ শতাব্দী
• বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে- প্রাকৃত  
• বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক গ্রন্থসমূহের মধ্যে কোনটি ড. মুহম্মদ শহীদুল্লাহর লেখাবাংলা সাহিত্যের কথা
• মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনিবিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি- ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
• বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা- মদীনেশচন্দ্র সেন 

• ড. মুহম্মদ শহীদুল্লাহ্র বাংলা সাহিত্যের ইতিহাস গ্রন্থের নাম- বাংলা সাহিত্যের কথা
• বাংলা সাহিত্যের ইতিবৃত্ত (আধুনিক) কারা রচনা করেন- ড. মুহম্মদ শহীদুল্লাহ্ ও মুহম্মদ আব্দুল হাই
• বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি- কৃপার শাস্ত্রের অর্থভেদ
•কোনটি মুহাম্মদ এনামুল হকের রচনা- মনীষা-মঞ্জুষা
• বাংলা সাহিত্যের পঠন-পাঠনের বুবিধার জন্য বাংলা সাহিত্যের ইতিহাসকে তিনটি যুগে ভাগ করা হয়েছে- বাংলা সাহিত্যের প্রাচীন যুগ- ৬৫০-১২০০ 
• বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদের আবিস্কারক-  রাজা রাজেন্দ্রলাল মিত্র
• চর্যাপদ আবিস্কৃত হয় কোথা থেকে- গ. নেপালের রাজগ্রন্থশালা থেকে
• চর্যাপদের বয়স আনুমানিক কত বছর- ১০০০ বছর
• কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন- ভুসুকুপা
• বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে-১৯০৭ সালে
• চর্যাপদ কোন ছন্দে লেখা- মাত্রাবৃত্ত
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি- দোহাকোষ 
২২. বাংলা সাহিত্যের আদি কবি কে- লুইপা 
• ‘চর্যাচর্যবিনিশ্চয়’-এর অর্থ কি- কোনটি আচরণীয়, আর কোনটি নয়
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি- দোহাকোষ 
•সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির- কাহ্নপা
• ‘চর্যাপদ’ কত সালে আবিষ্কৃত হয়- ১৯০৯ সালে
•চর্যাপদ কোন ছন্দে লেখা- স্বরবৃত্ত 
• কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন- ভুসুকুপা
• বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে-১৯০৭ সালে
• বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে- লুইপা 
• বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক-  হরপ্রসাদ শাস্ত্রী

• বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি-  চর্যাপদ
• বাংলা সাহিত্যের আদি গ্রন্থ/আদি নিদর্শন কোনটি- চর্যাপদ
• প্রাচীন যুগের বাংলা ভাষার শ্রেষ্ঠ নিদর্শন কী- চর্যাপদ 
• বাংলা সাহিত্যের ইতিহাসে প্রথম গ্রন্থ কোনটি- চর্যাপদ 
• চর্যাপদ হলো মূলত/চর্যাপদ এক প্রকার- গানের সংকলন
• ‘চর্যাচর্যবিনিশ্চয়’- এর অর্থ কী- কোনটি আচরণীয়, আর কোনটি নয়
• ‘চর্যাপদ’ কোন ধর্মাবলম্বীদের সাহিত্য-সহজিয়া বৌদ্ধ
• কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়- পাল
• চর্যাপদ আবিষ্কৃৃত হয় কোথা থেকে- নেপালের রাজগ্রন্থশালা থেকে
• ‘চর্যাপদ’ কোথা থেকে আবিষ্কৃৃত হয়েছে/পাওয়া যায়- নেপাল 
•বাংলা ভাষার আদি নিদর্শন ‘চর্যাপদ’ আবিষ্কৃৃত হয় কত সালে? ১৯০৭ সালে
• বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন চর্যাপদ এর আবিষ্কারক- ড. হরপ্রসাদ শাস্ত্রী 
• ‘চর্যাপদ’ প্রথম কোথা থেকে প্রকাশিত হয়- বঙ্গীয় সাহিত্য পরিষদ 
• বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিদ ‘চর্যাপদ’ কে সম্পাদনা করেন- শ্রী হরপ্রসাদ শাস্ত্রী
•হরপ্রসাদ শাস্ত্রী ‘চর্যাপদ’ যে গ্রন্থে প্রকাশ করেছিলেন তার নাম হল- হাজার বছরের পুরাণ বাঙালা ভাষায় বৌদ্ধগান ও দোহা
• হরপ্রসাদ শাস্ত্রী পুঁথি সাহিত্য সংগ্রহের জন্য গিয়েছিলেন- তিব্বত, নেপাল 
• বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি- দোহাকোষ
• ‘চর্যাপদ’ রচনাটি বাংলা সাহিত্যের কোন যুগের কাব্য নিদর্শন- আদি যুগ 
• কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে- চর্যাপদ 
• বাংলা সাহিত্যের আদিগ্রন্থ ‘চর্যাপদ’ এর রচনাকাল-সপ্তম থেকে দ্বাদশ শতক
• চর্যাপদ কোন ছন্দে লেখা- মাত্রাবৃত্ত
• প্রাপ্ত চর্যাপদের পদকর্তা কতজন-২৩
•চর্যাপদে কতজন কবির পদ রয়েছে- ২৪ 
•বাংলা সাহিত্যের আদি কবি কে- লুইপা
• চর্যাপদের আদি কবি কে- লুইপা 
• হরপ্রসাদশাস্ত্রী কাকে চর্যার আদি কবি মনে করেন- লুইপা 
• সবচেয়ে বেশী চর্যাপদ পাওয়া গেছে কোন কবির- কাহ্নপা
• চর্যাগীতি রচনার সংখ্যাধিক্যের দ্বিতীয় স্থানের অধিকারী কে- ভুসুকুপা
• কোন কবি নিজেকে বাঙালি বলে পরিচয় দিয়েছেন-ভুসুকুপা
• ‘সন্ধ্যাভাষা’ কোন সাহিত্যকর্মের সঙ্গে যুক্ত- চর্যাপদ
• বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের সংখ্যা-৫০টি
• চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়- ২৩ নং পদ

• ‘অপণা মাংসেঁ হরিণা বৈরী’ লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত- চর্যাপদ 
• ‘চঞ্চল চীএ পইঠা কাল’ কোন কবির চর্যাংশ- লুইপা
• ‘টালত মোর ঘর নাহি পড়বেশী, হাড়ি ভাত নাহি নিতি আবেশী’।- চর্যাপদের এ চরণ দু’টিতে কি বোঝানো হয়েছে- দারিদ্র্যক্লিষ্ঠ জীবনের চিত্র 
• চর্যাপদ যে বাংলা ভাষায় রচিত এটি প্রথম কে প্রমাণ করেন-  সুনীতিকুমার চট্টোপাধ্যায়
• ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, চর্যাপদের ভাষা- বঙ্গ-কামরুপী
• কোন পণ্ডিত চর্যাপদের পদগুলোকে টীকার মাধ্যমে ব্যাখ্যা করেন- মুনিদত্ত
• চর্যাপদ হলো-সাধন সঙ্গীত

• ‘শূন্যপুরাণ’ রচনা করেছেন- রামাই পণ্ডিত
• বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলতে- ১২০১-১৩৫০ পর্যন্ত
• মধ্যযুগের কবি নন কে-  বড়ু চণ্ডীদাস
• মধ্যযুগের বাংলা সাহিত্যের কোন ধর্ম প্রচারক এর প্রভাব অপরিসমি- শ্রীচৈতন্যদেব  
• শ্রীকৃষ্ণকীর্তন কাব্যে বড়ায়ি কী ধরনের চরিত্র- রাধাকৃষ্ণের প্রেমের দূতী
• ‘শ্রীকৃষ্ণকীর্ত্তনের রচয়িতা কে- বড়ু চণ্ডীদাস 
• মঙ্গলকাব্যের কবি নন কে-  দাশু রায়

• মঙ্গলযুগের সর্বশেষ কবির নাম কী- ভারতচন্দ্র রায়গুণাকর
• চাঁদ সওদাগর বাংলা কোন কাব্যধারার চরিত্র-মনসামঙ্গল
• ‘আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে’-লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায়- ভারতচন্দ্র রায়

• ‘আমার সন্তান যেন থাকে দুধে ভাতে’- এই প্রার্থনাটি করেছে- ঈশ্বরী পাটনী 
• ভারতচন্দ্র রায়গুণাকর কোন রাজসভার করি- কৃষ্ণনগর রাজসভা
• বাংলা সাহিত্য মধ্যযুগের এবং মঙ্গলকাব্যের শেষ কবি কে- ভারতচন্দ্র রায়
•. মঙ্গলযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন-১৭৬০ 
• ‘ব্রজবুলি’ বলতে কী বুঝায়- একরকম কৃত্রিম কবিভাষা
•‘সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই’- কে বলেছেন- চণ্ডীদাস  
• বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা কে-  বিদ্যাপতি

• ‘রূপ লাগি আখি ঝুরে শুনে মন ভোর’ কার রচনা- জ্ঞানদাস
• বিদ্যাপতি কোথাকার রাজসভাকবি ছিলেন-  মিথিলা
• মধ্যযুগের কবি নন কে- জয়নন্দী 
• বৈষ্ণব পদাবলির সঙ্গে কোন ভাষা সম্পর্কিত- সন্ধ্যাভাষা 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category