1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শ্রীলঙ্কার দুঃস্বপ্ন ‘আরও গভীর হচ্ছে’

  • Update Time : বুধবার, মার্চ ৩০, ২০২২
শ্রীলঙ্কার দুঃস্বপ্ন

দিনে জ্বালানির জন্য দীর্ঘ লাইনে অপেক্ষা আর সন্ধ্যায় লোডশেডিংয়ে গরমে হাঁসফাঁস করতে থাকা শ্রীলঙ্কার নাগরিকদের ক্ষোভ তীব্র হচ্ছে। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে দেশটি।

বিদেশি মুদ্রার অভাবে গুরুত্বপূর্ণ পণ্য আমদানির দাম পরিশোধে ব্যর্থতায় জীবন রক্ষাকারী ওষুধ থেকে শুরু করে সিমেন্ট পর্যন্ত সব গুরুত্বপূর্ণ পণ্যের ভয়াবহ সংকট তৈরি হয়েছে।

সূর্য ওঠার আগ থেকেই শুরু হয় জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দাঁড়ানো। সরকারের অব্যবস্থাপনার অভিযোগও রয়েছে। খাদ্য পণ্যের দাম বাড়তে থাকায় পরিবারের খাবার যোগান দেওয়া কঠিন হয়ে পড়েছে।

রান্নার জন্য প্রয়োজনীয় কেরোসিন সংগ্রহের জন্য কলম্বোয় লাইনে অপেক্ষায় ছিলেন গৃহবধূ সাগিয়ারানি। তিনি বলেন, ‘গত পাঁচ ঘণ্টা ধরে এখানে দাঁড়িয়ে আছি।’ ততক্ষণে তিন জনকে অজ্ঞান হয়ে পড়তে দেখেছেন তিনি।

নিজেরও হাসপাতালে চিকিৎসা নেওয়া প্রয়োজন। কিন্তু স্বামী আর ছেলে কাজে যাওয়ায় রোদের মধ্যে লাইনে দাঁড়ানো ছাড়া তার সামনে আর কোনও বিকল্প নেই।

সাগিয়ারানি বলেন, ‘কিছু খাওয়া হয়নি, মাথা ঝিমঝিম করছে, খুব গরম কিন্তু আমার আর কী করার আছে? এটা খুব কষ্টের।’

শ্রীলঙ্কার পাবলিক ইউটিলিটি কমিশন এক ঘোষণায় জানিয়েছে, বুধবার (৩০ মার্চ) থেকে দ্বীপ রাষ্ট্রটিতে প্রতিদিন ১০ ঘণ্টা করে লোডশেডিং হবে। সিলন ইলেক্ট্রিসিটি বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জ্বালানি স্বল্পতা এবং জেনারেটর না থাকার কারণে পর্যাপ্ত বিদ্যুৎ উৎপাদন না হওয়ায় তারা চাহিদা ব্যবস্থাপনার পদক্ষেপ মেনে নিতে বাধ্য হচ্ছে।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category