March 23, 2023, 4:46 pm
বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে জ্বর-কাশিসহ করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির খবরটি পরীমণি নিজেই নিশ্চিত করেন।
জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাতে গাজীপুরের শালনায় পরীমণি অংশ নেন অরণ্য আনোয়ারের ‘মা’ সিনেমার ইউনিটে। কথা ছিলো, এই ছবিটির কাজ শেষ করেই মাতৃত্বকালীন লম্বা ছুটিতে যাবেন পরীমণি। সেই লক্ষ্যে, বুধবার (২৬ জানুয়ারি) সকাল থেকে টানা শুটিং হওয়ার কথা ছিলো। সেই মাপে মঙ্গলবার রাতেই পরীমণি অংশ নেন ইউনিটে।
এদিকে নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, ‘আমরা পরীর এমন অবস্থা দেখে বুধবার (২৬ জানুয়ারি) সকালেই শুটিং প্যাকআপ করার সিদ্ধান্ত নিই। কারণ, আমার কাছে আগে জীবন পরে শুটিং। কিন্তু পরী বারবার বলছিলেন, তিনি একটা দিন দেখতে চান। তার বিশ্বাস ছিলো জ্বর কেটে যাবে। শুটিংটা শেষ করেই বাড়ি ফিরবেন। কিন্তু বুধবার দিবাগত রাতে অবস্থার আরও অবনতি হয়। দ্রুতসময়ের মধ্যে রাজ পরীকে নিয়ে ঢাকার একটি হাসপাতালে যায়। আর আমরা এখন (বেলা ১২টা) ঢাকায় ফিরছি সব প্যাকআপ করে।’
পরীমণি সম্প্রতি শেষ করেছেন গিয়াস উদ্দিন সেলিমের ‘গুনিন’ এবং চয়নিকা চৌধুরীর ওয়েব ফিল্ম ‘কাগজের বউ’। হাতে রয়েছে রাশিদ পলাশের ‘প্রীতিলতা’ ও অরণ্য আনোয়ারের ‘মা’। এরমধ্যে কথা ছিলো মাতৃত্বকালীন দেড় বছরের ছুটিতে যাওয়ার আগে ‘মা’-এর কাজ শেষ করবেন পরী। এবার সেখানে গিয়েই হাসপাতালে ফিরতে হলো আলোচিত এই নায়িকাকে।