June 8, 2023, 11:39 am
দক্ষ-যোগ্য, সঠিক দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধসম্পন্ন পাকাপোক্ত সোনার মানুষ তৈরি করতে চায় বর্তমান সরকার। এমনটা জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, সেই লক্ষ্যে প্রাথমিক, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চশিক্ষাকে ঢেলে সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেছেন, সরকারের রূপকল্প অনুযায়ী উচ্চমাধ্যমিক পর্যায় পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন ও অভিজ্ঞতাভিত্তিক শিখনের ওপর জোর দেওয়া হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইন্ডাস্ট্রি (শিল্প) ও একাডেমিয়ার মধ্যে ‘সুষ্ঠু সমন্বয়ের’ ওপর নজর থাকবে।
শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলের মাঠে এক অনুষ্ঠানে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী। মুজিব শতবর্ষ উপলক্ষে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘আমার বঙ্গবন্ধু’ শীর্ষক আন্তঃহল বক্তব্য প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে আসার আগে আপনারা একটা লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন। বিশ্ববিদ্যালয়ে এসেই আপনারা সবকিছু শিখবেন এবং শুধু বিশ্ববিদ্যালয় পর্যায়েই মানসম্পন্ন শিক্ষা হবে আর আমরা সোনার মানুষ হব— এটা একটু সোনার পাথরবাটির মতো। আমাদের একেবারে ছেলেবেলা থেকেই জানতে হবে। তাহলেই পাকাপোক্ত সোনার মানুষ হওয়া যাবে। সেজন্য আমরা প্রাকপ্রাথমিক থেকে একেবারে উচ্চমাধ্যমিক পর্যন্ত নতুন শিক্ষাক্রম তৈরি করছি।’
শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘পৃথিবী এখন অসম্ভব দ্রুত পরিবর্তিত হচ্ছে। আজকে আমরা যা শিখছি, দু-চার-পাঁচ বছরের মধ্যে সেই শিক্ষাটা আর কাজে লাগানো যাচ্ছে না। তাহলে আমাকে নতুন প্রযুক্তি শিখতে হবে, নতুন দক্ষতা অর্জন করতে হবে। প্রচলিত ধারণা ছিল যে, বিশ্ববিদ্যালয় শেষ করলে আর পড়াশোনার দরকার নেই, কিন্তু সেই ধারণা বদলে গেছে। এখন যুগের প্রয়োজনে নিজেকে দক্ষ, যোগ্য ও সময়ের উপযোগী করে কর্মক্ষম রাখতে জীবনব্যাপী শিক্ষার প্রয়োজন।’