1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শিক্ষা খাতে বাংলাদেশের অর্জন সমূহ

  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১, ২০২১

বাংলাদেশের জাতীয় অর্জন সমূহ:
ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশে্বর নিকট-প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের ব্যবহার এবং দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা, বৃক্ষরোপণ, সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেবার মতো সাফল্য আছে বাংলাদেশের। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো কার্যক্রম অন্যতম।

♦ শিক্ষা খাতে অর্জন:
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের হার ২০১৮ সালে ৬৪.১৮% (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
প্রতিটি উপজেলায় সরকারি কলেজ স্তাপনের লক্ষ্যে তিন শতাধিক কলেজকে জাতীয়করণের কার্যক্রম শুরু।
শতভাগ ছাত্রছাত্রীর মাঝে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম।
নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য স্নতক (ডিগ্রি) বা সমমান পর্যায় পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু।
২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ।
বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ৯৯ ভাগে উন্নীত। ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২’ ও ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন’।

 

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category