June 7, 2023, 1:55 pm
বাংলাদেশের জাতীয় অর্জন সমূহ:
ক্ষুদ্র আয়তনের একটি উন্নয়নশীল দেশ হয়েও বাংলাদেশ ইতোমধ্যে সারা বিশে্বর নিকট-প্রাকৃতিক দুর্যোগের নিবিড় সমন্বিত ব্যবস্থাপনা, ক্ষুদ্র ঋণের ব্যবহার এবং দারিদ্র্য দূরীকরণে তার ভূমিকা, বৃক্ষরোপণ, সামাজিক ও অর্থনৈতিক সূচকের ইতিবাচক পরিবর্তন প্রভৃতি ক্ষেত্রে অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে দাঁড়িয়েছে। কিছু কিছু ক্ষেত্রে বিশ্বকে চমকে দেবার মতো সাফল্য আছে বাংলাদেশের। বিশেষত শিক্ষা সুবিধা, নারীর ক্ষমতায়ন, মাতৃ ও শিশু মৃত্যুহার ও জন্মহার কমানো কার্যক্রম অন্যতম।
♦ শিক্ষা খাতে অর্জন:
♦ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নারী শিক্ষকের হার ২০১৮ সালে ৬৪.১৮% (অর্থনৈতিক সমীক্ষা ২০১৯)
♦ প্রতিটি উপজেলায় সরকারি কলেজ স্তাপনের লক্ষ্যে তিন শতাধিক কলেজকে জাতীয়করণের কার্যক্রম শুরু।
♦ শতভাগ ছাত্রছাত্রীর মাঝে মাধ্যমিক পর্যন্ত বিনামূল্যে বই বিতরণ কার্যক্রম।
♦ নারী শিক্ষাকে এগিয়ে নেবার জন্য স্নতক (ডিগ্রি) বা সমমান পর্যায় পর্যন্ত উপবৃত্তি ব্যবস্থা চালু।
♦ ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয়কে নতুন করে জাতীয়করণ।
♦ বিদ্যালয়ে ভর্তি হওয়া শিশুর শতকরা হার ৯৯ ভাগে উন্নীত। ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন, ২০১২’ ও ‘শিক্ষা সহায়তা ট্রাস্ট গঠন’।