1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

‘শিক্ষার’ সজ্ঞা ও শিক্ষা শব্দের সমার্থক শব্দ নিয়ে যত কথা

  • Update Time : বুধবার, জানুয়ারি ২০, ২০২১
Q.1.’শিক্ষা’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখ ?
A:- ‘শিক্ষা’ শব্দটি ব্যুৎপত্তিগতভাবে সংস্কৃত ‘শিক্ষ্’ ধাতু থেকে এসেছে । যার অর্থ হল বিদ্যা অর্জন করা,শিক্ষা দেওয়া, নির্দেশনা দেওয়া , নিয়ন্ত্রণ করা, শাসন করা ইত্যাদি।
Q.2. ‘শিক্ষা’ শব্দের সমার্থক শব্দ কী?
A:-‘শিক্ষা’ শব্দের সমার্থক শব্দ হল ‘বিদ্যা’।
Q.3. ‘বিদ্যা’ শব্দের ব্যুৎপত্তিগত অর্থ লেখ?
A:- বিদ্যা শব্দের ব্যুৎপত্তি হল সংস্কৃত ‘বিদ্ ‘ ধাতু থেকে , যার অর্থ হল ‘জ্ঞান অর্জন করা’ বা ‘জানা’ ।
Q.4.’শিক্ষা’ শব্দটির ইংরেজি প্রতিশব্দটি কী?
A:- শিক্ষা শব্দটির ইংরেজি প্রতিশব্দ হল ‘Education’ ।
Q.5. ‘শিক্ষা’ শব্দটির ইংরেজি উৎস অনুযায়ী বিভিন্ন অর্থ গুলি লেখ ?
A:- অর্থগুলি হল – ‘লাতিন’ শব্দ i)Educare. ii)Educere. iii)Educatum. iv)Educo. v)Educatus. vi) Educatio.
Q.6. ‘Educare’ শব্দের অর্থ কী?
A:- প্রতিপালন করা বা পরিচর্যা করা ( to bringout , to nourish)।
Q.7. ‘Educere’ শব্দের অর্থ কী?
A:- নির্দেশনা দেওয়া বা নিষ্কাশন করা( to lead out , to drawout )।
Q.8. ‘Educatum’ শব্দের অর্থ কী?
A:- শিক্ষাদানের কাজ ( act of teaching , training )।
Q.9. ‘Educo’ শব্দের অর্থ কী?
A:- বাইরে নিয়ে আসা (to lead out)।
Q.10. ‘Educatus’ শব্দের অর্থ কী?
A:- লালনপালন করা বা শিক্ষিত করা ( rear, educate)।
Q.11. ‘Educatio’ শব্দের অর্থ কী?
A:- আচার ব্যাবহার ( a breeding)।
Q.12. “সা বিদ্যা যা বিমুক্তয়ে” – কোথায় বলা হয়েছে ?
A:- উপনিষদ এ ।
Q.13.”পৃথিবীতে জ্ঞানের চেয়ে পবিত্র কিছু হতে পারে না”- কোথায় বলা হয়েছে ?
A:- ভগবত গীতায় ।
Q.14.” শিক্ষা হলো এমন একটি প্রক্রিয়া যা ব্যাক্তিকে আত্মবিশ্বাসী এবং আত্মত্যাগী করে তোলে।” – কোথায় বলা হয়েছে?
A:- ঋগ্বেদে
Q.15. “শিক্ষা হল এমন একটি প্রক্রিয়া যা ব্যাক্তির আত্মতৃপ্তির বিকাশ ঘটায় ” – উক্তিটি করেছেন?
A:- কণাদ ।
Q.16.” আত্মজ্ঞান লাভই হল শিক্ষা “- উক্তিটি করেছেন?
A:- শংকরাচার্য ।
Q.17. “শিক্ষা হল শিশুকে, দেশ বা জাতিকে ভালোবাসার প্রশিক্ষণ দেওয়ার কৌশল।”- উক্তিটি করেছেন?
A:- কৌটিল্য ।
Q.18. ” প্রকৃতি বা পরিবেশের নিকট থেকে মানুষ স্বাভাবিকভাবে যে অভিজ্ঞতা অর্জন করে তার সমষ্টি হল শিক্ষা” – উক্তিটি করেছেন?
A:- পাণিনি ।
Q.19. “মানুষের অন্তর্নিহিত সত্তার বিকাশ সাধন করে হল শিক্ষা।” – উক্তিটি করেছেন?
A:- স্বামী বিবেকানন্দ ।
Q.20.” শিক্ষা হল ব্যাক্তির দেহ , মন ও আত্মার সুষম বিকাশের প্রয়াস । ” – উক্তিটি করেছেন?
A:- মহাত্মা গান্ধী ।
Q.21. “মানুষ যে বিকাশমান আত্মসত্তার অধিকারী তাকে সম্পূর্ণভাবে বিকাশ করার প্রচেষ্টা তা-ই হল শিক্ষা ।”- উক্তিটি করেছেন?
A:- ঋষি অরবিন্দ ।
Q.22.” শিক্ষার অর্থ হল বুদ্ধির প্রশিক্ষণ, হৃদয়ের পরিমার্জন এবং আত্মার শৃঙ্খলা। ” – উক্তিটি করেছেন?
A:- রাধাকৃষ্ণন ।
Q.23.”শিক্ষা হল শিশুর নিজস্ব ক্ষমতা অনুযায়ী দেহ মনের সার্বিক বিকাশের সহায়ক প্রক্রিয়া ।”- উক্তিটি করেছেন?
A:- প্রাচীন দার্শনিক প্লেটো।
Q.24. “শিক্ষা হলো শিশুর স্বতঃস্ফূর্ত আত্মবিকাশ,যা মানব সমাজে সকল কৃতিমতা বর্জিত একজন স্বাভাবিক মানুষ তৈরিতে সহায়ক ।” – উক্তিটি করেছেন?
A:- রুশো ।
Q.25. “শিক্ষা হল অভিজ্ঞতার পুনর্গঠনের মাধ্যমে জীবন যাপনের প্রক্রিয়া।”- উক্তিটি করেছেন?
A:- জন ডিউই ।
Q.26.” শিক্ষা হল পরিপূর্ণ জীবন যাপনের প্রস্তুতি” – উক্তিটি করেছেন?
A:- হার্বার্ট স্পেন্সার ।
Q.27.”শিক্ষা হল অন্তর্নিহিত সুপ্ত সম্ভবনার উন্মেষ সাধন” – উক্তিটির প্রবক্তা কে?
A:- ফ্রয়েবেল ।
Q.28. শিক্ষাশ্রয়ী ভাববাদীদের মতে শিক্ষা কী?
A:- ব্যাক্তিকে আত্মউপলব্ধি তে সাহায্য করে হল শিক্ষা ।
Q.29. শিক্ষাশ্রয়ী বস্তুবাদীদের মতে শিক্ষা কী?
A:- শিক্ষা হল বস্তুনিষ্ঠ তথ্য যা শিক্ষার্থী বা ব্যাক্তি অর্জন করে।
Q.30. শিক্ষাশ্রয়ী প্রকৃতিবাদীদের মতে শিক্ষা কী?
A:- শিশুকে তার নিজের প্রকৃতি অনুযায়ী সর্বাঙ্গীন বিকাশে সাহায্য করে হল শিক্ষা ।
Q.31. শিক্ষাশ্রয়ী প্রয়োগবাদীদের মতে শিক্ষা কী ?
A:- মানুষের অভিজ্ঞতার অবিরাম পুনর্গঠনের মাধ্যমে সামাজিক পটভূমিকায় ব্যাক্তিনৈপুণ্য বৃদ্ধিই হল শিক্ষা ।
Q.32. শিক্ষার আদর্শ সংজ্ঞা টি লেখ?
A:- শিক্ষা হল মানুষের ধারাবাহিক এমন একটি প্রক্রিয়া যা প্রতিনিয়ত পরিবর্তনশীল সামাজিক ও অর্থনৈতিক ক্রমবিবর্তনের সঙ্গে সার্থক অভিযোজনের মধ্যে দিয়ে ব্যাক্তি নিজের ও সমাজের কল্যাণসাধন করে ।
Q.33. “Life is education and education is life ” – উক্তিটি প্রবক্তা হলেন?
A:- লডজে ।
Q.34. “যতদিন আমরা বাঁচি ততদিনই আমরা শিখি ।” – উক্তিটি করেছেন?
A:- মূরে ।
Q.35. “শিক্ষা হল এমন একটি ধারণা শক্তি যা সঠিক মুহুর্তে আনন্দ ও বেদনা অনুভবে সহায়তা করে” – উক্তিটি করেছেন?
A:- প্লেটো ।
Q.36. “জ্ঞান সকল প্রকার সম্পদের মাতা” – উক্তিটি করেছেন?
A:- রুশো ।
Q.37. “শিক্ষা হল ভাঁজ হয়ে থাকা বিষয়ের ভাঁজ খোলার প্রক্রিয়া ” – উক্তিটি করেছেন?
A:- ফ্রয়েবেল ।
Q.38. “শিক্ষা হল এমনও কিছু যা সাধারণ মানুষকে প্রকৃত মানুষ হতে সহায়তা করে ” – উক্তিটি করেছেন?
A:- কমেনিয়াস।
Q.39. ” শৈশব থেকে পরিপক্কতার স্তর অবধি একটি বিকাশের প্রক্রিয়া হল শিক্ষা” – উক্তিটি করেছেন?
A:- রেমন্ট ।
Q.40. আধুনিক শিক্ষার জনক কে?
A:- রুশো

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category