June 8, 2023, 11:54 am
আজ বৃহস্পতিবার ২১ জানুয়ারি ২০২১ ইং হাইকোর্টে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা চেয়ে ভাওয়াল মির্জাপুর পাবলিক স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল কাইয়ুম সরকারের পক্ষে আইনজীবী আলমগীর চৌধুরী হাইকোর্টে রিট দাখিল করেছেন।
উক্ত রিটে শিক্ষামন্ত্রনালয়ের সচিব অধিদপ্তরের মহাপরিচালক সহ কয়েকজন কে বিবাদী করা হয়েছে।
উক্ত রিটে বলা হয়েছে, ১৭ মার্চ ২০২০ সাল থেকে করোনাভাইরাস এর কারনে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
এবং দফায় দফায় সেই ছুটি বাড়ানো হয়েছে। ১৬ (জানুয়ারি ২০২১) থেকে ৩০ জানুয়ারি সর্বশেষ ছুটি বাড়ানোর ফলে এ নিয়ে মোট ১১ দফায় শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।
উক্ত রিটে আরো বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারনে শিক্ষার্থীরা এসময়ে বাহিরে ঘোরাঘুরি করছে টিভি মোবাইল দেখে অভ্যাস খারাপ হয়ে যাচ্ছে।