1. mahfujpanjeree@gmail.com : Mahfuzur-Rahman :
  2. admin@samagrabangla.com : main-admin :
  3. mahmudursir@gmail.com : samagra :

শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর জয়

  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২৯, ২০২০

মুহিন শিপন: শায়েস্তাগঞ্জ পৌরসভা পৌরসভা নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ফরিদ আহমেদ অলি বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।

ফলাফল ঘোষণা করছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম

ধানের শীষ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৪ হাজার ৪১ ভোট। তার নিকটতম আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মাসুদউজ্জামান মাসুক নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৪১ ভোট।  তৃতীয় অবস্থানে নারিকেল গাছ প্রতীক নিয়ে মোঃ ছালেক মিয়া পেয়েছেন ২ হাজার ৫৯৯ ভোট। এছাড়াও আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ফজল উদ্দিন তালুকদার চামচ প্রতীকে ১৫১০ ভোট, স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম শিবলু জগ প্রতীকে ১৪৩০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী ইমদাদুল ইসলাম শীতল মোবাইল ফোন প্রতীকে ৫২২ ভোট পেয়েছেন।

এছাড়াও সাধারণ কাউন্সিলর পদে ১ নং ওয়ার্ডে মোঃ রজব আলী উটপাখি প্রতীকে ৪৭৮ ভোট ২ নং ওয়ার্ডে মোঃ আব্দুল জলিল উটপাখি প্রতীকে ৮৯০ ভোট, ৩ নং ওয়ার্ডে মোহাম্মদ মাসুক মিয়া পাঞ্জাবি প্রতীকে ৯১৮ ভোট, ৪ নং ওয়ার্ডে জালাল উদ্দিন মোহন পাঞ্জাবী প্রতীকে ৫৬৪ ভোট, ৫ নং ওয়ার্ডে মোঃ আব্দুল গফুর পানির বোতল প্রতীকে ৫৩৫ ভোট, ৬ নং ওয়ার্ডে ফাহিন হোসেন পাঞ্জাবী প্রতীকে ৬১৯ ভোট, ৭ নং ওয়ার্ডে মোঃ তাহির মিয়া খাঁন উটপাখি প্রতীকে ৮২২ ভোট, ৮ নং ওয়ার্ডে মোহাম্মদ আলী আহাদ পাঞ্জাবী প্রতীকে ৪১০ ভোট এবং ৯ নং ওয়ার্ডে আব্বাস উদ্দীন তালুকদার পানির বোতল প্রতীকে ৭১৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে মোছাঃ আসমা আক্তার বলপেন প্রতীকে ১২৩২ ভোট, ৪,৫,৬ নং ওয়ার্ডে আফসানা ডলি প্রতীকে ১৪৮৩ ভোট এবং ৭,৮,৯ নং ওয়ার্ডে তহুরা খাতুন চশমা প্রতীকে ১৮৯৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ২৮ ডিসেম্বর (সোমবার) সকাল  ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে।

সন্ধ্যায় ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের হলরুমে বেসরকারীভাবে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম ।
৯টি ওয়ার্ডের ৯ টি কেন্দ্রে মোট ভোটার ছিল ১৮ হাজার ৩৫ জন। এর মধ্যে নারী ভোটার ৯ হাজার ১৭৫ জন ও পুরুষ ভোটার ৮ হাজার ৮৬০ জন।
এ বিষয়ে শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। ১৮ হাজার ৩৫ জন ভোটারের মধ্যে ১৩২৮৭ টি ভোট কাস্টিং হয়েছে। যা মোট ভোটারের ৭৩ শতাংশ। ৪৪ টি ভোট বাতিল হয়েছে।
প্রসঙ্গত, নির্বাচনে মেয়র পদে ৬ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৬ জন ও নারী কাউন্সিলর পদে ১৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

তথ্যটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন

More News Of This Category